কলকাতা – তুমি মরো- বাঁচো তাতে কিছু যায় আসেনা । সরকারি কর্মীদের ডিএ(DA) নিয়ে রাজ্য সরকারের চরম উদাসীনতা সেই ঘটনারই প্রকৃষ্ট উদাহরণ মাত্র । কিন্তু রাজ্য সরকারি (GOVT EMPLOYEE) কর্মীরাও তাদের ন্যায্য দাবির বিষয়ে হাল ছাল ছাড়তে নারাজ । আসলে হকের দাবি বলে কথা । বকেয়া ডিএ – র দাবিতে আদালতের দরজায় করা নেড়েও শেষ পর্যন্ত সুরাহা না মেলায় শেষ পর্যন্ত এক যোগে চলতি বছরের শুরু থেকে গন অবস্থানের ডাক দিয়েছে রাজ্য সরকারী কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । বেশ কয়েক দিন ধরেই রাজ্য সরকারি কর্মচারী বৃন্দের তরফে কলকাতার শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ ও গন অবস্থান কর্ম সূচী চলছে জোর কদমে ।
ইতিমধ্যেই নয় নয় করে সেই অবস্থান কর্ম সূচী পার করেছে ৯ দিন । তার পরেও হুঁশ ফেরেনি রাজ্য (WB GOVT) সরকারের । এই অবস্থায় সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকারের সহমর্মিতা তো দুরস্ত উল্টে কর্মীদের এই দাবিকে অমুলক আখ্যা দিয়ে সরকারি কর্মীদের এই গন অবস্থানের কর্ম সুচিকে রাজনীতির মোড়কে মুরিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মহানগরীর মেয়র ফিরহাদ হাকিম বলেছেন,’ এই গন অবস্থান সিপিএমের তথা বামফ্রন্ট কর্মী ইউনিয়নের কারসাজী’ , এমনকি ২৮ টি কর্মী সংগঠনের এই গনঅবস্থান কর্মসুচিকে ভেস্তে দিতে প্রশাসনিক নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করেছে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের (HIGH COURT) নির্দেশে কলকাতা মহানগরীর বুকে গন অবস্থান থেকে শুরু করে ডি এ (DA) -র দাবিতে মিছিল মিটিং – এর ছাড় পত্র পায় আন্দোলনরত একাধিক কর্মচারী সংগঠন । সেই মতো মহামান্য হাইকোর্টের নির্দেশে মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে ৯ দিন ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচী পালন করছে রাজ্য সরকারী কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । কিন্তু তার পরেও পরিস্থিতি যে এতো টুকু বদল হয়নি তার প্রমাণ পাওয়া গিয়েছে রাজ্য সরকারের একাধিক মন্ত্রীর কটাক্ষযুক্ত বাক্যবানে ।
কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য দাবিতে অনড় । শেষ পর্যন্ত ওই গন অবস্থান মঞ্চকে অনশন মঞ্চে রুপান্তরিত করার সিদ্ধান্ত নিল আন্দোলন রত সরকারি কর্মীরা । কর্মসূচী অনুযায়ী শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ওই শহীদ মিনারের পাদদেশে এক যোগে অবস্থানের পাশাপাশি ২৪ ঘণ্টার প্রতিকি অনশনের ডাক দিয়েছে ২৮ টি কর্মচারী সংগঠন । তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার তাদের বিষয়ে সদর্থক ভুমিকা নেবে এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে । কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকারের কি ঘুম ভাঙ্গবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ।
তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গত কয়েকমাস আগেই কার্যকর হয়েছে সপ্তম বেতন কমিশন । এই পরিপ্রেক্ষিতে ২০২৩ বছর শুরুতেই DA বেতন দুটিই বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের । সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মীদের বর্তমান DAএর পরিমাণ ৩৮ শতাংশ যেখানে একধাক্কায় নুন্যতম বেতন বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫০০ টাকা । এক্ষেত্রে যে কর্মচারীর বেতন ছিল ১৮ হাজার টাকা বর্ধিত বেতনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার টাকা । প্রায় ৮০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৫২ লক্ষ পেনশন ভোগী এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন সরাসরি । কেন্দ্র সরকার অবশ্য তাদের কর্মীদের জন্য বছরে দুবার ডি এ (DEARNESS ALLOWANCE ) এবং বেতন বৃদ্ধি করে । তবে জানুয়ারি মাস শেষ হলেও চলতি বাজেট ঘোষণার মধ্যেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ বৃদ্ধির বিষয়ে এখনও পর্যন্ত কোনও সাড়া দেয়নি কেন্দ্র সরকার । তবে আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাবেন বলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী মহলে । সব কিছু ঠিক থাক থাকলে চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাঘু করতে পারে কেন্দ্র সরকার । তার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ (DA) -র পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে ৪১ -৪২ শতাংশে । এ বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অভিমত , সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছর শুরুতেই একেবারে সোনায় সোহাগা ।
শুধু কি কেন্দ্র সরকার , ইতিমধ্যেই ত্রিপুরা সরকার থেকে শুরু করে তামিলনাডু সরকারও তাদের কর্মীদের ডি এ বাড়িয়েছে । মাত্র কয়েদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের সরকারি কর্মীদের ১২ শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেন । এর জন্য ত্রিপুরা সরকারের খরচ হবে ১৪৪০ কোটি টাকা । এই বাড়তি ডিএ ঘোষণার পরই ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীদের ডিএ -এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশে । পরিসংসংখ্যান বলছে এই বাড়তি ডি এ -র সুবিধা পাবেন ওই রাজ্যের ১ লক্ষ সরকারি কর্মচারী প্রায় আশি হাজার পেনশন ভোগী ।
পাশাপাশি নতুন বছরের উপহার হিসাবে তামিলনাডুর স্ত্যালিন সরকার তার রাজ্যের সরকারি কর্মীদের ডি বৃদ্ধির কথা ঘোষণা করেছেন । ওই রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ৪ শতাংশ বর্ধিত হারে বেতন এবং ডিএ পাবেন নতুন বছরের শুরুতেই । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের ১৬ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। এর পাশাপাশি লাখ লাখ পেনশনভোগীও বর্ধিত পেনশন পাবেন। কর্মীদের প্রতিনিধিত্ব বিবেচনা করে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি । কর্মীদের ক্ষেত্রে এই ডি বৃদ্ধির বিষয়টিকে নব বর্ষের উপহার হিসাবে আক্ষা দিয়ে স্ট্যালিন আরও বলেছেন এর জেরে রাজ্য সরকারের প্রায় ২৩৫৯ কোটি টাকা বাড়তি খরচ হবে । পাশাপাশি রাজ্যেরসরকারি কর্মীদের উদ্দেশ্যে সঠিক কাজের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি ।
এ ছাড়াও কেন্দ্র সরকার এবং একাধিক রাজ্যের সরকারের দেখানো পথে হেঁটে সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি করেছে আরও এক রাজ্য । গত কয়েকদিন আগেই মধ্যপ্রদেশ সরকার তাদের সরকারি কর্মীদের ক্ষেত্রে ৪ শতাংশ ডি এ ঘোষণা করে । এর ফলে ওই রাজ্যেরপ্রায় ৭ লক্ষ সরকারি কর্মী সরাসরি এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার । চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই মধ্যপ্রদেশের সমস্ত সরকারি কর্মচারীরা এই ৪ শতাংশ হারে বর্ধিত DA পাবেন। এর ফলে সেই রাজ্যে সরকারি কর্মচারীদের DA এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৮ শতাংশে । এতদিন পর্যন্ত মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে DA পেতেন। মধ্যপ্রদেশ সরকারের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে সেই পরিমাণ বেড়ে ৩৮ শতাংশে গিয়ে দাঁড়ালো ।
সরকারি কর্মীদের জন্য সু-খবর! অবশেষে রাজ্য বাড়ালো বেতন -WB Govt Employees News
কিন্তু এ রাজ্যের বিষয়ে না বলাই ভালো । এ রাজ্যের সরকারি কর্মীদের অপেক্ষা করতে হবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত । কারণ ডি এ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টের দরজায় । তবে রাজ্য সরকার উদাসীন হলেও আদলতে ন্যায্য বিচারের আশায় রাজ্য সরকারি কর্মীরা । তাদের আশা সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ে শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ – এর শিকে ছিঁড়তে পারে । শেষ পর্যন্ত যদি আদালতের রায় যদি তাদের বিপক্ষে যায় তাহলে কি হবে ? এই অবস্থায় সরকারের হুঁশ ফেরাতে এক যোগে গণ অবস্থানের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের ২৮ টি সংগঠন । এবার গন অবস্থানের পাশাপাশি শুরু হল অনশন কর্মসূচী । আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । তাদের দাবি, এই ভাবে চলতে থাকলে রাজ্য সরকার এবং কর্মীদের মধ্যে যেমন দুরত্ব আরও বাড়বে তেমনি সরকারি অফিস গুলিতে শূন্যতার জেরে ক্রমশ অচল হতে পারে গোটা রাজ্যের সরকারি পরিষেবা গুলি । তবে পরিস্থিতি যে ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে সে বিষয়ে রাজ্য সরকারকে আরও সতর্ক এবং সহাভুতিশিল হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ নৈতিক বিশ্লেষকরা ।
written by – Somnath Pal.
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #DA #HIGHCOURT #GOVT #SALARY #DEARNESS ALLOWANCE #WB #HUNGER STRIKE #GOVT EMPLOYEE