কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (Project) সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী ( Recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(Cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে কর্মী নিয়োগ করবে রাজ্য।
বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থাও বেশ করুণ । ফলে সরাসরি সরকারি চাকরি হোক কিংবা সরকারি প্রকল্পের আওতায় নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য । আসলে চুক্তি হোক কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে রুপোশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা এবং এবং রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ সমাজ কল্যান দফতর মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য— প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ যথাক্রমে Memo No. 39 /Sw(KP)/23 Dated – 17/03/2023
আবেদন পদ্ধতি-
এ ক্ষেত্রে আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট জেলার যথাযোগ্য সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে ওই আবেদন পত্রের একটি প্রিন্ট কপি নিতে নিতে হবে । তারপর আবেদনকারীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি সাঁটিয়ে এবং সই করে আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে পাঠাতে হবে ।
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্মগুলি শর্টলিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
এবার জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ-
পদের নাম- হিসাবরক্ষক’ (ACCOUNTANT)
শূন্যপদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স– উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা–
আবেদন কারীকে কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত কাজে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর ‘ (Data Entry Operator )
শূন্যপদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স–
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদন কারীকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।পাশাপাশি উল্লেখিত কাজে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের রুপোশ্রী(Ruposhree) প্রকল্পের অধীনে। উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Office of the Kanyashree & Rupashree Cell of Murshidabad Collectorate, New
Building at Berhampore, (Room No. 2) Barrack Square, Murshidabad, PIN- 742101.
আবেদন জানানোর শেষ তারিখ – 05/04/2023
আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com – এ
Official Notice : Download
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG – #job #contract #contractual #govt job #wb job #ruposhree prakalpa #social welfare