সরকারের এই প্রকল্প গুলিতে নাম লেখান, টাকা সহ আরও বহু সুবিধা পান হাতেনাতে -WB Govt Prakalpo

নয় নয় করে পার হয়েছে বেশ কয়েকটা বছর । বাচ্চা থেকে বুড়ো কিংবা কিংবা দেশের অগনিত নারীদের জন্য , জওহর লাল নেহেরুই হোক কিংবা বর্তমান প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ,একেবারে শুরু থেকে আজ পর্যন্ত দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে স্বাধীন ভারতের বেশির ভাগ প্রধানমন্ত্রীই চালু করেছেন একাধিক জনমুখি প্রকল্প । প্রকল্পের সংখ্যা নেহাত কম নয় । দেশের প্রান্তিক মানুষের স্বার্থে চালু হওয়া এই জনমুখি প্রকল্প গুলি থেকে সুবিধা নিয়ে আর্থিক ভাবে সমৃদ্ধ হচ্ছে গোটা দেশ । তবে মাঝে মাঝেই মহামারী কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের দৈনন্দিন জীবনে পড়েছে অর্থনৈতিক ভাঁটার টান । কিন্তু সেদিকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র সরকার । সরকারি ভাবে চালু হওয়া প্রকল্প গুলি থেকে আর্থিক সুবিধা নিয়েই দেশের মানুষ কে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে বদ্ধ পরিকর কেন্দ্রের মোদী সরকার । তবে দেশের মানুষের জন্য চালু হলেও বেশির ভাগ জনমুখি প্রকল্প সম্পর্কেই অবগত নন গোটা দেশের প্রান্তিক মানুষ । তাই আজ আমরা বর্তমান কেন্দ্র সরকারের এমন কত গুলি জন মুখি প্রকল্প সম্পর্কে আপনাদের ধারণা দেবো যা থেকে সহজেই আপনি পেয়ে যেতে পারেন আর্থিক সুবিধা । চলুন তাহলে জেনে নেওয়া যাক মোদী সরকারের জনমুখি প্রকল্প গুলি সম্পর্কে ।WB Govt Prakalpo 2023   

প্রধানমন্ত্রী জনধন যোজনা – 

গোটা দেশের মানুষ কে ব্যাঙ্ক মুখি করে তুলতে কয়েক বছর আগেই কেন্দ্রের মোদী সরকার চালু করেছে প্রধান মন্ত্রী জন ধন যোজনা । এই প্রকল্পের আওতায় জিরো ব্যালেন্স অর্থাৎ শূন্য টাকায় সর্বোপরি একেবারে নিখরচায় দেশের যেকোনো ব্যাক্তি সরাসরি ব্যাঙ্কে অ্যা কাউন্ট খুলতে পারেন । তবে শুধুই অ্যা কাউন্ট খোলাই নয় এই প্রকল্পের মাধ্যমে যে কোনও ব্যাঙ্ক থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা তোলার সুবিধা রয়েছে । এছাড়াও জন ধন যোজনার অ্যা কাউন্ট থাকলে আপনি ব্যাঙ্কের মাধ্যমে কেন্দ্র সরকারের একাধিক আর্থিক প্যাকেজের সুবিধা পাবেন সহজেই । 

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি – 

এই প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক  চাষি ভাইরা কেন্দ্র সরকারেরতরফ থেকে বছরে ৬ হাজার টাকা কৃষক ভাতা পেতে পারেন । পাশাপাশি এ রাজ্যের ক্ষেত্রেও রয়েছে কৃষক বন্ধুর মতো জনমুখি প্রকল্প । পাশাপাশি বহুকাল আগে থেকে চালু হওয়া পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রের কথা কারও অজানা নেই । এছাড়াও কৃষকদের জন্য রয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকার চালু উরেছে স্বল্প সুদে সহজ কিস্তিতে কৃষি ঋণের সুবিধা । 

পেনশন প্রকল্প –

গোটা দেশের মানুষের বেশ কয়েক বছর আগেই চালু হয়েছে অটল পেনশন যোজনা । পাশাপাশি কৃষক থেকে শুরু করে দিন মজুর মানুষের জন্য রয়েছে সরকারি ভাবে চালু হওয়া একাধিক পেনশন প্রকল্প । যা থেকে ভবিষ্যৎ জীবনে আর্থিক ভাবে নিরাপদ ও সুরক্ষিত থাকা যায় সহজেই । এছাড়াও দেশের মহিলা দের জন্য রয়েছে মোদী সরকারের বিশেষ পেনশন প্রকল্প । আর এ রাজ্যের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার তো রয়েইছে । 

স্কলারশিপ –

দেশের দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রী দের জন্য কেন্দ্রের মোদী সরকার চালু করেছে স্কলার শিপ অর্থাৎ মেধাবৃত্তির ব্যবস্থা । এর মাধ্যমে গোটা দেশের সর্বত্র মেধাবী দুঃস্থ ছাত্র ছাত্রীরা সহজেই পেয়ে যাবেন পড়াশোনার যাবতীয় খরচ । পাশাপাশি এ রাজ্যের ক্ষেত্রে স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও এস বি আই – এল আই সি স্কলার শিপের মতো একাধি সরকারি সংস্থার স্কলার শিপের মাধ্যমে পড়াশোনার খরচ জোগানো জেতেই পারে । 

কর্মসংস্থান প্রকল্প –

বর্তমান সময়ে প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনায় হোক কিংবা প্রধান মন্ত্রী রোজগার মেলা , এই প্রকল্প গুলির লক্ষ্য একটাই দেশের মাটিতে বিপুল হাড়ে কর্ম সংস্থান তৈরি করে দেশের বেকার যুবক – যুবতীকে কর্ম সংস্থানের দিশা দেখানো । পাশাপাশি এ রাজ্যের ক্ষেত্রে রয়েছে চাকরি মেলা বা জব ফেয়ার -এর মতো কর্ম সংস্থানের ন্যা প্রকল্প । এই প্রকল্প গুলির মাধ্য দেশের বেকার যুবক – যুবতীরা নিজের পায়ে দাঁড়াতে সহজেই এগিয়ে যেতে পারেন । 

রেশন কার্ড- 

রেশন কার্ডে যেসকল বিপিএল কার্ড আছে সেই পরিবারগুলির জন্য ন্যাশানাল ফ্যামিলি স্কীম চালু করেছে। পরিবারের প্রধান আয় করার লোক যদি ১৮-৬৪ বছরের মধ্যে মারা যায় তাহলে কুড়ি হাজার টাকা দেওয়া হবে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট এই প্রকল্পের প্রমাণপত্রে কাজ লাগবে। শহরে বার্ষিক ইনকাম হবে ৫৬ হাজারের নীচে গ্রামে ৪৬ হাজার। 

তাহলে সরকারি ভাবে সুবিধা নিতে এখনই বিশদে জেনে নিন সরকারি ভাবে চালু হওয়া এই জনমুখি প্রকল্প গুলি সম্পর্কে । আর সুবিধা নিন আর্থিক ভাবে আপনার জীবন কে আর্থিক ভাবে সমৃদ্ধ করতে । 

written by – Sonath Pal . 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #GOVT #SCHEME #SCHOLARSHIP #KRISHOK SOMMAN NIDHI #PENSION #ROJGAR MELA

Leave a Comment