সরকার কে হুশিয়ারি সরকারি কর্মীদের, ডিএ নিয়ে করা পদক্ষেপ, রইল বিস্তারিত -WB Govt employees

  কলকাতা – বকেয়া পাওনা গণ্ডা নিয়ে এবার বুঝি ধৈর্যের বাঁধ ভাঙ্গতে চলেছে । আর ভাঙ্গাই স্বাভাবিক । কারণ মেলা -খেলা আর উৎসব , আসব করেই টাকা শেষ । শুধু সরকারি কর্মীদের ডি এ -র বেলায় যত বিপত্তি । অভিযোগ এমনটাই । এবার তাদের বকেয়া ডি এ (DA)  নিয়ে রাজ্য সরকার কে চরম হুঁশিয়ারি দিল রাজ্যের ২৮ টি কর্মচারী সংগঠন । শুধুই কি হুঁশিয়ারি, ইতিমধ্যেই পথে নেমে আন্দোলনের পাশাপাশি সমস্ত রাজ্য সরকারি অফিস (DA STRIKE ) অচলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কর্মচারী সংগঠন । সরকারি কর্মীদের এই আন্দোলনের জেরে যে রাজ্যের একাধিক সরকারি দফতর আগামী কয়েক দিনের অচল হতে পারে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই । এ বিষয়ে কয়েক ধাপ এগিয়ে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের অন্যতম নেতৃত্ব ভাস্কর ঘোষ জানিয়েছেন , ন্যায্য দাবি পূরণের স্বার্থে আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাজ্যের সমস্ত দফতরে কর্ম বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যৌথ মঞ্চের ডাকে । পাশাপাশি কলকাতার শহীদ মিনারে ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । 

তাতে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার । এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম আন্দোলনরত কর্মীদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেছেন , ‘সবাই নয় শুধু মাত্র বামপন্থী বিশেষ করে সিপিএমের কর্মী সংগঠন উদ্দেশ্য প্রনোদিত ভাবে রাজ্যের সমস্ত সরকারি পরিষেবা কে অচল করার সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি তিনি আরও বলেন, আন্দোলন করে কোনও লাভ হবে না । তবে এই প্রথম নয় এ বিষয়ে রাজ্য সরকারি কর্মী দের ডিএ নিয়ে আন্দোলন প্রসঙ্গে বিগত কয়েক মাস আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যয়ের গলায়ও শোনা গিয়েছিল সেই একই সুর । 

তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আন্দোলন কে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে বিরোধী গেরুয়া শিবির । এ বিষয়ে বিগত কয়েক দিন আগেই রাজ্য সরকার কে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন , ‘রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) দিতে গেলে মুখ্যমন্ত্রীকে নবান্নের ১৪ তোলা থেকে গঙ্গায় ঝাঁপ দিতে হবে’ । পাশাপাশি বাম – কংগ্রেস নেতৃত্বও রাজ্য সরকারি কর্মীদের দাবিকে মান্যতা দিয়েছে ইতিমধ্যেই । আর তাতেই বেশ কিছুটা উজ্জীবিত আন্দোলনরত কর্মচারী সংগঠন । 

ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ২৮ টি সংগঠনের যৌথ আন্দোলনের জেরে যে রাজ্যের সরকারি পরিষেবা একপ্রকার শিকেয় উঠবে টা বলাই বাহুল্য । তবে আন্দোলন রত কর্মীদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যতই কর্ম বিরতি চলুক তাতে আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে কোনও বিরুপ প্রভাব পড়বে না । কারণ আপৎকালীন অর্থাৎ ইমারজেন্সি পরিষেবাকে কর্ম বিরতির বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে । 

কিন্তু এতো কিছুর পরও যে রাজ্য সরকারের হুঁশ ফেরাতে আদালতই ভরসা সে কথা বলার অপেক্ষ রাখেনা কারণ , রাজ্য সরাকারি কর্মীদের ডি এ মামলা আপাতত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের দরজায় । আদালতের নির্দেশ মতো আগামী ১৫ই মার্চ পরবর্তী শুনানি । তবে পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করেছে  রাজ্য সরকার । 

তবে রাজ্য সরকারের হুঁশ ফেরাতে আদালতের ওপর ভরসা না করে ফের চরম আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ২৮ টি সংগঠনের কর্মীরা । শেষ পর্যন্ত রাজ্য সরকার তাদের কর্মীদের দাবিকা মান্যতা দেয় কিনা সেটাই এখন দেখার । তবে বকেয়া পাওনা গণ্ডার দাবিতে আগামীতে রাজ্য যে অচল হওয়ার জোগাড় তা বলাই বাহুল্য ।  

written by – Somnath Pal. 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #DA #MOVMENT #WB #GOVT #EMPLOYEE #STRIKE #DEARNESS ALLOWANCE

Leave a Comment