একটা কিনলে একটা ফ্রী । বাজারে অফারের শেষ নেই । সাম্প্রতিক কালে মোবাইল রিচার্জেও নানা কোম্পানির নানা অফার । কিন্তু তাই বলে এও সম্ভব । মোবাইল থাকলেই রিচার্জ ফ্রী । মোবাইল ইউজারদের এমনই আকর্ষণীয় অফার দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ম্যাসেজ ঘিরে তোলপাড় গোটা দেশ । ইতিমধ্যেই দেশের কয়েক লক্ষ গ্রাহকের মোবাইলে ভেসে উঠেছে চমকে দেওয়া এই ম্যাসেজ । এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে গোটা দেশ জুড়ে । কিন্তু সত্যি টা কি ? আদতে সরকারের তরফে কি এমন আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে ?
এ বিষয়ে কেন্দ্র সরকারের পাব্লিক ইনফরমেশন (PIB) ব্যুরো অর্থাৎ পি আই বি সুত্রে খবর , সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠা এই ম্যাসেজ টি আসলে কী? সরকারি তরফে এই ম্যাসেজের ভিত্তিই বা কতটা? । এর কারণ হিসাবে যে তথ্য উঠে এসেছে যা শুনলে চোখ কপালে উঠতে পারে আমার আপনার সকলের । এ বিষয়ে পি আই বি-র তরফে জানানো হয়েছে আগামী বছর দেশে লোকসভা নির্বাচন । এই নির্বাচন কে সামনে রেখে বিজেপি সরকারের প্রতি দেশের মানুষ কে আকৃষ্ট করতে বিশেষ করে বিজেপি কে ভোট দেওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো ম্যাসেজ দেওয়া হয়েছে । এটি ডাহা মিথ্যা, নেহাত প্রতারণা ছাড়া কিছুই নয় ।
এই মেসেজে বলা হয়েছে, সরকারের তরফে 239 টাকার 1 মাসের রিচার্জ বিনামূল্যে করে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনামূল্যের মোবাইল রিচার্জ প্রকল্পের অধীনে সমস্ত ভারতীয় ব্যবহারকারীকে 28 দিনের জন্য 239 টাকার বিনামূল্যে রিচার্জ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই নিচের নীল রঙের লিঙ্কে ক্লিক করে আপনার নম্বরটি রিচার্জ করুন। আমিও আমার 28 দিনের রিচার্জ করেছি। আপনিও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে রিচার্জটি পেতে পারেন।
তবে এই প্রথম নয় , এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে , এর আগেও সোশ্যাল মিদিয়া ব্যবহার করে প্রতারকরা একাধিক ফেক অর্থাৎ ভুয়ো ম্যাসেজ এবং লিংক পাঠিয়েছে সাধারণ গ্রাহকদের । কিছু বুঝে ওঠার আগেই প্রতারকদের পাঠানো লিংকে ক্লিক করে সর্বশান্ত হয়েছেন বহু সাধারণ নাগরিক । এই ঘটনাও যে তারই অনুরুপ তা পিআইবি রিপোর্টেই স্পষ্ট । তবে সরকারি তরফে ইতিমধ্যেই এই ম্যাসেজ সহ প্রতারকদের ভুয়ো কারসাজী সম্পর্কে সচেতন করা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী গ্রাহকদের ।
আমরাই দেবো সঠিক খবর , নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #PIB #FACT CHECK #GOVT OF INDIA #SOCIAL MEDIA #FAKE MASSAGE