সরাসরি Interview-র মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে হাউস স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি -WB Health House Staff Job

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আজ ফের নয়া চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে হাউস স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Health House Staff Recruitment. 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ( Interview)  এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ তারিখ ও সময় এবং স্থান উল্লেখ করা হবে।

কীভাবে আবেদন করতে :

যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতালে হাউস স্টাফ পদে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অফলাইন আবেদন পত্র ইন্টারভিউ-র দিন নিয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ-র দিন নিচে দেওয়া আবেদন পত্র বা বায়োডাটা পূরণ করে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। 

ইন্টারভিউ-র দিন কী কী ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন :

১.বয়সের প্রমাণ পত্র 

২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সমূহ 

৩. আধার বা ভোটার কার্ড

৪ পাসপোর্ট সাইজের ছবি 

৫. ইনটার্নসিপ কমপ্লিশন সার্টিফিকেট

৬. অভিজ্ঞতা 

৭. অন্যান্য যদি থাকে 

পদের নাম : এমবিবিএস হাউস স্টাফ 


শূন্যপদ : ১০ টি 

ইন্টারভিউ-র তারিখ – ১০ই মার্চ ২০২৩ ইন্টারভিউ শুরু হবে 

ইন্টারভিউ-র সময় : সকাল ১২ টায় শুরু হবে তবে সময়ের আগে উপস্থিত হতে হবে। 

ইন্টারভিউ-র স্থান : 1st Floor of Super Spaciality Building, Balurghat, Dakshin Dinajpur. 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ কিংবা আবেদন পত্র ডাউনলোড করবেন নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice : Download 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment