কলকাতা – যতই আন্দোলন করো সরকার কিন্তু তার অবস্থানেই অনড় । আবারও সেই ঘটনার উদাহরণ মিলল একেবারে হাতে নাতে । আগের তিন আর এখন তিন , মিলিয়ে মোট ছয় শতাংশ । এটা কোনও সুদের হিসাব নয় । রাজ্য সরকারি কর্মীদের ডিএ -র হিসাব । সম্প্রতি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করেছে রাজ্য সরকার । এবার সেই ডি এ- র সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হল রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন মারফৎ । ইতিমধ্যেই জেলার জেলায় কর্মীদের বর্ধিত ডি এ সহ মাইনের হিসাব পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য অর্থ দফতর থেকে । সরকারি সুত্রে খবর এমনটাই । কিন্তু কত ছিল পুরনো বেতন কতই বা বাড়ছে আগামী ১লা মার্চ থেকে তা জানতে অবশ্যই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ে নিতে হবে আপনাকে ।
জানা গিয়েছে , এ বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার । সেই হিসাবে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যয়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা আগামী ১ লা মার্চ থেকে তাদের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ – র সুবিধা পেতে চলেছেন । কিন্তু বকেয়া ডিএ – র দাবিতে আন্দোলন চলছে জোর কদমে । যত দিন যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংঘাতের আবহ । সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকারের যেমন অনমনীয় মনোভাব তেমনি রাজ্য সরকারি কর্মীরাও তাদের অবস্থানে অনড় । তবে শুরু টা হয়েছিল বেশ কয়েক বছর আগে । দিনের পর দিন রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতির পথে । সম্প্রতি রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে একে অন্যকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন । আর তা নিয়েই রাজ্যের কর্ম সংস্কৃতি প্রায় শিকেয় ওঠার জোগাড় ।
ঘটনার সুত্রপাত মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণার পর থেকেই । আর আর তার পরেই রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের মাত্রা আরও তীব্র । এ বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার ঘোষিত ৩ শতাংশ ডিএ- কে ভিক্ষার দান বলে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের মুখে । পাশাপাশি মাত্র তিন শতাংশ ডিএ অর্থাৎ রাজ্য সরকারের এই দয়ার দান যে তারা যে কোনও মতেই গ্রহণ করবেন না সে কথাও আন্দোলন রত সরকারি কর্মীরা স্পষ্ট করেছেন ইতিমধ্যেই ।
রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে তাদের ডিএ দিতে হবে । এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে শুক্রবার রাজ্য বিধানসভা অভিযানের ডাক দেয় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । পাশাপাশি ২০ – ২১ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার সপ্তাহের প্রথম দু’দিন গোটা রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ । তাতেও হুঁশ ফেরেনি রাজ্য সরকারের । পাল্টা সরকারি কর্মীদের এই কর্মবিরতি রুখতে ওই দিনই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন মারফৎ কড়া বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। ওই দিনই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি নির্দিষ্ট কারণ ছাড়া ওই দু’দিন যাঁরা অফিসে আসবেন না, তাঁদের ক্ষেত্রে ওই দু’দিন ‘ব্রেক ইন সার্ভিস’ অর্থাৎ চাকরি জীবনে সরকারি কর্মীদের ‘এক দিনের কর্মছেদ’ হিসাবেই অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে সরকার । পাশাপাশি সরকারি ভাবে জারি হওয়া ওই নোটিশ বা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা আসবেন না, রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে একটি শোকজ নোটিশ জারি করবে। নোটিশের সন্তোষজনক জবাব না পেলে ওই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কর্মীদের মাইনে পর্যন্ত কেটে নেওয়া হতে পারে ।
কিন্তু রাজ্য সরকারের কোনও কড়া বার্তায় যে সরকারি কর্মীরা তাদের পুরনো অবস্থান থেকে বিন্দু মাত্র সরছেন না পাশাপাশি রাজ্য সরকারের এই কড়া নোটিশে যে তারা ভিত নন সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছিল সরকারি কর্মীদের পাল্টা আইনি হুশিয়ারির ঘটনায় । এমনকি ওই দিনই রাজ্য সরকার মারফৎ জারি কড়া নোটিশের পাল্টা পদক্ষেপ হিসাবে আন্দোলনরত সরকারি কর্মীরা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্থকে আইনি নোটিশ পাঠায় । যৌথ মঞ্চের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, অধিকারের দাবিতে আন্দোলন করা সরকারি কর্মচারী আইনি অধিকার। মহার্ঘ্য ভাতা (DA) তাঁদের বেতনের অংশ তাই তাঁরা সেই টাকা দাবি করতেই পারেন । পাশাপাশি সরকার কে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আগামী ১০ ই মার্চ গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা ।
সুখবর! বাংলাবাসীকে জমি দিচ্ছে মমতা সরকার, এক্ষুনি আবেদন করুন -WB Govt New Prakalpo
কিন্তু এতো কিছুর পর সরকার তার পুরনো অবস্থানেই অনড় । অর্থাৎ কর্মীদের বিষয়ে আপাতত তিন শতাংশেই ক্ষান্ত রাজ্য সরকার । ক্ষমতায় এসে প্রথম বার তৃণমূল সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে মাত্র ৩ শতাংশ । রাজ্য সরকারি কর্মীরা ওই বর্ধিত ডিএ -র সুবিধা পেয়েছেন এতো দিন । দীর্ঘ দিন পর এবার বাড়ল মাত্র ৩ শতাংশ অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের বর্তমান DA -র পরিমাণ ৬ শতাংশ । এবার অর্থাৎ আগামী ১ লা মার্চ থেকে রাজ্য সরকারি কর্মীরা তাদের বেতনের সঙ্গে এই ৬ শতাংশ ডিএ – র সুবিধা পাবেন বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে ।
তাহলে কত বাড়বে বেতন ?
এ বিষয়ে রাজ্য সরকার মারফৎ জারি হওয়া বিজ্ঞপ্তি মারফৎ হিসাব করলে দেখা যাবে যদি কোনও রাজ্য সরকারি কর্মী ২০ কিংবা ৩০ হাজার টাকা বেতন পান তাহলে তার বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ধিত ৩ শতাংশ ডি এ – টাকা হিসাব করলে বাড়তি ৬০০ – ৯০০ টাকা পাবেন বেতন অনুযায়ী । অর্থাৎ সরকারি কর্মীর বেসিক বেতনের সঙ্গে হিসাব করে নিলেই বিষয়টি আরও পরিস্কার হয়ে যাবে । ধরা যাক কোনও কর্মীর বেসিক বেতন ১০০০০ টাকা তাহলে তার সঙ্গে ৬ শতাংশ ডি এ হিসাব করলে ওই কর্মীর বেতন দাঁড়াবে ১০ হাজার ৬০০ টাকা । তবে বছরের শেষের দিকে ফের ডি এ বৃদ্ধি হলে ৬ শতাংশ ডি এ – র সঙ্গে তা জুড়ে বেতন পাবেন কর্মীরা ।
written by – Somnath Pal.
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #DA #GOVT #SALARY #DEARNESS ALLOWANCE #WB