সুখবর! উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, বেতন 32,500 টাকা -WB Govt Group C Job

 ফের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের উচ্চ মাধ্যমিক পাশ, এমন সকল কর্মপ্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। জানানো হয়েছে, ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। নোটিশ অনুযায়ী, রাজ্যের কলকাতা হাইকোর্টে একাধিক শূন্যপদে গ্রুপ সি (Group C) লেভেলের পদে নিয়োগ করা হবে। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Govt Group C Job Recruitment 

নিয়োগকারী বিভাগ :সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট পোর্ট ব্লেয়ার এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

কী কী পদে নিয়োগ করা হবে : 

1. স্টেনোগ্রাফার 

2. Personal Assistant 

কীভাবে আবেদন করতে হবে : যে সমস্ত আগ্রহী প্রার্থী উপরোক্ত গ্রুপ সি (Group C) পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে। 

আবেদন গ্রহণ 20 জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন গ্রহণ চলবে 3 অগাস্ট পর্যন্ত। 

বয়সসীমা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ গোষ্ঠির জন্য বয়সের ছাড় দেওয়া হবে। 

যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ (HS Pass) করে হবে। এছাড়াও অবশ্যই কম্পিউটারের কাজ জানতে হবে বা টাইপিং দক্ষতা ভালো থাকতে হবে। 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসেবে 32,500 টাকা দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপে ডিকটেশন টেস্ট টাইপিং টেস্ট এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। মোট 610 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 600 নম্বর ডিকটেশন ও টাইপিং এবং 10 নম্বর ইন্টারভিউ। টাইপিং টেস্ট ও ইন্টারভিউ ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 

Official Notice : Click Here 

Official Website : Click Here

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment