কলকাতা – আবারও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । আর হবে নাই বা কেন । কারন গোটা দেশের মানুষকে ফ্রিতে রেশনে চাল-গম আটার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বণ্টনে কেন্দ্র সরকার যখন ইতি টানতে চলেছে ,ঠিক সেই সময়ই রাজ্যের মানুষের জন্য দ্বরাজ হস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার খাদ্য দফতর । এবার এক ধাপ এগিয়ে রাজ্যের রেশন গ্রাহকদের ফ্রিতে পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দফতর । তবে এই সিদ্ধান্ত যে শুধু খাতায় কলমে তাই নয় । এ বিষয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর মারফৎ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । পাশাপাশি রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে ।
খাদ্য দফতরের তরফে জারি হওয়া নির্দেশিকায় এবং টুইটে বলা হয়েছে, এবার থেকে রাজ্যের প্রতিটি পরিবার রেশনে ফ্রিতে ৩ থেকে ২১ কেজি করে চাল এবং ২ থেকে ১৪ কেজি করে গম পাবেন । তবে রেশন গ্রাহকদের কার্ড অনুযায়ী তা শ্রেনি বিন্যাসের ব্যবস্থা করা হয়েছে । আসলে বর্তমানে রাজ্যের শহরাঞ্চলের ৫০ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৭৫ শতাংশ মানুষ রেশনে ফ্রিতে অর্থাৎ বিনামুল্যে চাল-গম – আটার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পেয়ে থাকেন । এর মধ্যে শ্রেনি বিন্যাস অনুযায়ী মোট রেশন কার্ডের সংখ্যা পাঁচ রকম । এই কার্ড গুলি হল AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 .
এবার দেখে নেওয়া যাক কার্ড অনুযায়ী রেশনে বরাদ্দ খাদ্য সামগ্রীর পরিমাণ –
১) অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশন কার্ড – অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশন কার্ডে পরিবারপিছু ২১ কেজি চাল আর ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে। এরই সঙ্গে পরিবারপিছু ১ কেজি চিনি পাওয়া যাবে মাত্র ১৩.৫০ টাকা দরে।
২) অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH ration card) – অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে মাথাপিছু ৩ কেজি চাল, ২ কেজি গম বা ১ কেজি ৯০০ গ্রাম আটা বিনামূল্যে দেওয়া হবে ।
৩) বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH ration card): খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে মাথাপিছু ৩ কেজি চাল আর ২ কেজি গম বা ১ কেজি ৯০০ গ্রাম আটা বিনামূল্যে দেওয়া হবে।
৪) RKSY 1 রেশন কার্ড: রবিবার রা্জ্যের খাদ্য দফতরের তরফে করা ওই টুইট অনুযায়ী, RKSY 1 রেশন কার্ডে মাথাপিছু ৫ কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে।
৫) RKSY 2 রেশন কার্ড: রাজ্যে যাদের কাছে RKSY 2 রেশন কার্ড রয়েছে, তারা খাদ্য দফতরের নির্দেশ অনুযায়ী, মাথাপিছু ২ কেজি চাল বিনামূল্যে পাবেন ।
তবে একেবারে মহামারী শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চালু রয়েছে বিনা মূল্যে রেশন(RATION) ব্যবস্থা । এ প্রসঙ্গে যে কথাটি না বললেই নয়, এতদিন অর্থাৎ গত দু বছর যাবত রাজ্যের (WB GOVT) মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় একধাপ এগিয়ে এ রাজ্যের সরকার খাদ্য সাথী (KHADYA SATHI) প্রকল্পের আওতায় ফ্রিতে রেশন ব্যবস্থা চালু করেছে।
পাশাপাশি সাম্প্রতিক সময়ে একধাপ এগিয়ে গোটা রাজ্যের এপিএল (APL) তালিকা ভুক্ত রেশন কার্ড ধারীদের সরাসরি বিপিএল অর্থাৎ BPL (Below Proverty Line ) তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী । কারন BPL রেশন কার্ড অন্তভুর্ক্তরা সবসময় বেশি সুবিধা পায়। অথচ অন্যান্য অর্থাৎ (AAY, PHH, SPHH, RKSY1, RKSY2) অন্তর্ভুক্ত রা রেশনে যে খাদ্য সামগ্রী পান তা বিপিএল তালিকা ভুক্তদের থেকে অনেক কম । ইতিমধ্যেই এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর অর্থাৎ ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্টের তরফে জেলায় জেলায় এমন নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফলে এবার আপনা আপনি APL রেশন কার্ড ধারীদের রেশন কার্ড হয়ে যাবে BPL কার্ড । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি গোটা রাজ্যের সাধারণ মানুষ । তবে রেশন ব্যবস্থায় নতুন এই নিয়মে রাজ্যের যেকোনো প্রান্তের মানুষ যে বেশ স্বস্তি বোধ করবেন তা এক প্রকার নিশ্চিত বলেই মত দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
written by -Somnath Pal .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- RATION# WB# GOVT# KHADYA SATHI #FOOD SUPLY #MAMTA BANERJEE