পশ্চিমবঙ্গের ২০২২ সালের টেট (WB TET 2022 Passed) উত্তীর্ণদের জন্য দারুণ সুসংবাদ। একটার পর এক সুসংবাদ। সম্প্রতি রাজ্য প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি (WBBPE) মাননীয় গৌতম পাল টেট ২০২২ ( TET 2022) নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মুখ খুলেন। টেট উত্তীর্ণ ২০২২ প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবশেষে মুখ খুলেন তিনি।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ সালে (WB TET 2022) মোট প্রায় দেড় লক্ষ প্রার্থী টেট পাশ করে। প্রায় ৬ লক্ষ প্রার্থীর মধ্যে ১ লক্ষ ৫০ হাজার প্রার্থী টেট ২০২২ ( TET 2022) পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ শতাংশ হিসেবে মোটের উপর ২৫ শতাংশ যা পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় এই প্রথম এত হারে পাশ দেখা যায়।
যদি ১.৫ লক্ষ টেট পাশ প্রার্থী রয়েছে কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিএড প্রার্থীরা প্রাইমারি শিক্ষক পদের জন্য অযোগ্য বলে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে NCTE এর ওয়েবসাইটে এই বিষয়ে নোটিশও আপলোড করা হয়েছে। রাজ্যের টেট ২০২২ সালে মোট প্রায় ১.৫ লক্ষের মধ্যে অনেকের অনুমান ১ লক্ষের বেশি প্রার্থী বিএড করা। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা অযোগ্য তাই কেবল ডিএলএড বা ডিএড প্রার্থীরাই ইন্টারভিউ-র জন্য আবেদন জানাতে পারবেন।
ফের DM অফিসে হিসাবরক্ষক পদে নিয়োগ শুরু, মাসিক বেতন 18,536 টাকা -WB Govt Recruitment
আবারও অন্যদিকে কোর্টের নির্দেশ মতো আপার প্রাইমারির ১১ হাজার পদের মেধা তালিকা প্রকাশ করা হয়, তাদের নিয়োগ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তাই এদিকে প্রাইমারিতে শূন্যপদ অনেকটাই খালি হবে বলে অনেকের অনুমান। সব মিলিয়ে টেট পাশ ডিএলএড বা ডিএড দের জন্য দারুণ সুসংবাদ।
অন্যদিকে টেট ২০২২ (TET 2022) সালের পাশ প্রার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে নিয়োগের জন্য আন্দোলন চলছিল। সম্প্রতি তাদের মধ্য থেকে কয়েকজন প্রাইমারি পর্ষদের সভাপতির (WBBPE) সঙ্গে দেখা করে। এদিন বোর্ড সভাপতি জানান, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো বিলম্ব করতে চাই না কিন্তু যেহেতু টেট ২০১৪-১৭ সালের নিয়োগ সুপ্রিম কোর্টে স্থগিত রয়েছে তা সমাধান হলেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তিনি জানান, আমাদের সদ ইচ্ছা থাকলেও কিছু করার নেই। তবে পুরোনো নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই নতুন নিয়োগ করা হবে।
More News : Click Here
Join Telegram Channel : Click Here