সুখবর! পশ্চিমবঙ্গের কলেজে প্রচুর গ্রুপ-C ও গ্রুপ-D কর্মী নিয়োগ শুরু -WB College Recruitment

 সুখবর! সুখবর! সুখবর! পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলেজে গ্রুপ-C ও গ্রুপ-D পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গের এক কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে নূন্যতম অষ্টম পাশ ( 8th Passed) হলে আবেদন করতে পারবেন তবে উচ্চ পদের জন্য যোগ্যতা আলাদা হবে। পুরুষ ও মহিলা সকলে আবেদনের যোগ্য। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল। WB College Group-C,D Recruitment 

কী কী পদে নিয়োগ করা হবে এবং বিস্তারিত – 

1. লাইব্রেরি ক্লার্ক  -Group C

2. ল্যাব অ্যাটেন্ডেন্ট -Group D

3. পিয়ন -Group D

4. কর্মবন্ধু -Group D

5. মহিলা অ্যাটেন্ডেন্ট -Group D

6. স্টোর কিপার -Group D

শিক্ষাগত যোগ্যতা : সাধারণত রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যে যোগ্যতা প্রয়োজন বা অভিজ্ঞতা প্রয়োজন তা থাকতে হবে। সম্ভবত গ্রুপ-C পদের জন্য নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এবং গ্রুপ-D পদের জন্য অষ্টম পাশ করতে হবে। রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এভাবে হয়ে থাকে। বিশদে জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

বয়সসীমা : নোটিশ অনুযায়ী রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়স ধরা হবে তবে পূর্ববর্তী গ্রুপ-C ও গ্রুপ-D নিয়োগের উপর অনুমান করে বলা যায় এক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। এছাড়াও সরকারি নিয়ম মতো বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে। 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। 

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক এবং সঠিক যোগ্যতার অধিকারী তাদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে পড়তে হবে এরপর আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক ক্লিক করে তারপর প্রিন্ট আউট বের করে সঠিক নিয়ম অনুযায়ী পূরণ করে সংশ্লিষ্ট কলেজের নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন পত্র সরাসরি কিংবা Speed Post এর মাধ্যমে জমা করতে পারবেন। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে

1. বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. আধার বা ভোটার কার্ড 

5. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

6. অন্যান্য

আবেদন ফী : এক্ষেত্রে আবেদন ফী হিসেবে 250 টাকা ডিমান্ড ড্রাফট করে জমা করতে হবে। Scottish Church College Council A/c No. 20805266537”। 

আবেদন জমার ঠিকানা : Dr. Madhumanjari Mandal Principal Scottish Church College Kolkata


আবেদন জমা করার শেষ তারিখ : 19/08/2023 তারিখের পূর্বে আবেদন পত্র জমা করতে হবে। 

Official Notice Download Link 


Application Form Download 


Official Website Link 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment