সুখবর! পশ্চিমবঙ্গে অবশেষে গ্রুপ সি ও ডি পদে হাজার হাজার কর্মী নিয়োগ, রইল বিস্তারিত – WB Govt Job

 পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। রাজ্যের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। গত কিছুদিন আগে রাজ্য সরকার কর্তৃক নির্দেশ দিয়ে জানানো হয়েছিল যে, রাজ্যের সমস্ত দপ্তরে, যেখানে যেখানে শূন্যপদ রয়েছে সব ক্ষেত্রেই শীঘ্রই কর্মী নিয়োগ করতে হবে। এবার ভোট মিটতে না মিটতেই সংশ্লিষ্ট দপ্তরে কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নিয়োগকারী সংস্থা গুলি। রাজ্যের জেলায় জেলায় থেকে কর্মপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আসুন তাহলে আরও বিস্তারিত জেনেনি। West Bengal Government Job

পঞ্চায়েত ভোটের কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকলেও এবার সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নোটিশ চেয়ে জানতে চাওয়া হয়েছে কোন দপ্তরে কত শূন্যপদ চাওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার সংশ্লিষ্ট কর্মীবর্গ কর্তৃক বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এক্ষেত্রে চার শ্রেনীর কর্মীর হিসেবে চাওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, এক্ষেত্রে আপার ডিভিশন অ্যাসুস্টেন্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট, হেড অ্যাসিস্টেন্ট, ও সেকশক অফিসার প্রভৃতি শ্রেণীতে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট শ্রেণীতে কত শূন্যপদ রয়েছে তার হিসেব 30 জুন অনুযায়ী রিপোর্ট পেশ করতে হবে।West Bengal Government Job

সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, আগামী 2 মাসের মধ্যে পুরো রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের তরফে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, সমস্ত পরিসংখ্যান একজোট করে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে কিছুদিন আগে রাজ্যের মূখ্যমন্ত্রী জানিয়েছিল গোটা রাজ্যে আগামী 1 বছরের মধ্যে 1 লক্ষ 25 হাজার পদে কর্মী নিয়োগ করা হবে। আর মূখ্য মন্ত্রীর এই নিয়োগ তালিকায় মধ্যে যে সমস্ত শূন্যপদ পূরণ করার কথা ছিল শিক্ষক, নার্স, গ্রুপ ডি, অঙ্গনওয়ারী কর্মী সহ আরও বহু পদে নিয়োগ করা হবে। এদিন গ্রুপ ডি (Group D) পদে 12 হাজার এবং গ্রুপ সি (Group C) পদে 3 হাজার পদে কর্মী নিয়োগের ঘোষণা করেন মূখ্যমন্ত্রী। অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মতো সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রেও কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রোমোশনের মাধ্যমে কর্মীও নিয়োগ করা হবে। আগামী ভোটের আগে অন্যতম টার্গেট হলো বিভিন্ন দপ্তর শূন্যপদ গুলি পূরণ করা আর সেই লক্ষ্যে রয়েছে রাজ্য সরকার।

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে পরবর্তী আপডেট আসলে Bongodhara.com পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment