সুখবর! প্রত্যেক জনকে 12 হাজার টাকা দিচ্ছে সরকার, এক্ষুনি আবেদন করে সুযোগ নিন -Govt New Scheme

নয়াদিল্লী – আবাস যোজনা , উজ্জলা যোজনা , পেনশন প্রকল্প , মানধন যোজনা , মুদ্রা যোজনা আরও কত কি ? গোটা দেশের প্রান্তিক মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছে কেন্দ্রের মোদী সরকার । জনমুখি প্রকল্পের  তালিকায় রয়েছে স্বচ্ছ ভারত মিশন। এই প্রকল্পের আওতায় গোটা দেশের মানুষকে তার বসবাস স্থলে শৌচালয় অর্থাৎ টয়লেট তৈরিতে ১২ হাজার টাকা অনুদান দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে । এ ছাড়াও রয়েছে প্রধান মন্ত্রী আবাস যোজনার মতো জনমুখি প্রকল্প । এই প্রকল্পের আওতায় দেশের মানুষ কে মাথার ওপর পাকা বাড়ির ছাদ নির্মাণের জন্য রীতিমতো কয়েক লক্ষ টাকা অনুদান দেয় ভারত সরকার । তবে প্রধান মন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় ৬০ শতাংশ টাকা আর রাজ্য সরকার দেয় ৪০ শতাংশ টাকা । 

সাম্প্রতিক কালে এ রাজ্যের ক্ষেত্রে প্রধান মন্ত্রী আবাস যোজনা নিয়ে  বে লাগাম দুর্নীতির  খবর মিলেছে গোটা রাজ্য জুড়ে । এই অবস্থায় প্রকল্পের সুবিধা ভোগী মানুষের তালিকা খতিয়ে দেখতে কেন্দ্র সরকারের প্রতিনিধি দল এশেছে এ রাজ্যের মাটিতে । দুর্নীতি নিয়ে উদ্ভুত পরিস্থিতির জেরে প্রকল্পের কাজ প্রায় থমকে যাওয়ার জোগাড় । তবে শুধু প্রধান মন্ত্রী আবাস যোজনায় নয় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভারত সরকার দ্বারা চালু হওয়া গোটা দেশ জুড়ে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি প্রান্তে প্রান্তিক এলাকার মানুষের বসবাস স্থলে শৌচা লয় নির্মাণের জন্য বরাদ্দ ১২ হাজার টাকার মধ্যেও উঠেছে কাট মানির প্রসঙ্গ । তবুও হাল ছাড়তে নারাজ কেন্দ্রের মোদী সরকার । 

বেশ কয়েক বছর আগে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় দেশের প্রতিটি প্রান্তে পরিচ্ছন্ন দূষণ মুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে প্রতিটি এলাকার সাধারণ মানুষ কে সচেতন করার পাশাপাশি বাড়িতে বাড়িতে খম খরচে শৌচালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয় । মূলত গোটা দেশ জুড়ে দূষণ মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ তৈরিই এই প্রকল্পের মূল লক্ষ্য । একেবারে শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশ জ্রে চলছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় দেশের প্রতিটি প্রান্তিক গরীব মানুষের বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের কাজ । কারণ এমন অনেক মানুষ আছেন যারা কোনও রকমে থাকার জন্য একটা ঘর তৈরি করলেও উপযুক্ত টাকা পয়সার অভাবে নিজের বসবাস স্থলে পাকা শৌচালয় অর্থাৎ পায়খানা ঘর বানাতে পারেন না । সেই সকল মানুষের আর্থিক অস্বচ্ছলতা কে মাথায় রেখে কেন্দ্র সরকার মারফৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক গরীব মানুষ কে তার বাড়িতে অর্থাৎ বসবাস স্থলে পাকা শৌচালয় নির্মাণের জন্য সরকারি তরফে ১২ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় । তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পের পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্প । রাজ্য সরকার দ্বারা চালু হওয়া মিশন নির্মল বাংলা প্রকল্পের উদ্দেশ্যও সেই একই । পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত বাংলা । 

 ভারত সরকার দ্বারা চালু হওয়া স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে সাম্প্রতিক দ্বিতীয় ধাপ অর্থাৎ ফেস টু পর্যায়ের কাজ জোর কদমে শুরু হয়েছে গোটা দেশ জুড়ে । এমনকি দেশের সর্বত্র শুরু হয়েছে আবেদন পত্র নেওয়ার কাজ । এবার দেখে নেওয়া যাক স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদনের যাবতীয় নিয়ম বিধি সম্পর্কে । 

১) এক্ষেত্রে আবেদনকারী নিজেই নিজের আবেদন করতে পারবেন ।

২) এক্ষেত্রে আবেদনকারীকে পুরসভা/ পঞ্চায়েত এলাকার স্থাইয়ি বাসিন্দা হতে হবে ।

৩) প্রথমে স্বচ্ছ ভারত মিশনের ওয়েব সাইটে গিয়ে নিজের নাম ঠিকানা – মোবাইল নম্বর ফিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন পত্র দাউন লোড করতে হবে । 

৪) এরপর ওই আবেদন পত্রে আবেদনকারীকে নিজের এবং তার বসবাস স্থলের যাবতীয় তথ্য দিতে  হবে ।

৫) আবেদন পত্রে আবেদনকারীকে তার আঁধার কার্ড নম্বর , ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য দিতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

এক্ষেত্রে আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারীকে তার আঁধার কার্ড , ব্যাঙ্কের পাশ বই , মোবাইল নম্বর , বাসস্থানের ঠিকানার প্রমাণ পত্র , ইত্যাদি সঙ্গে রাখতে হবে । 

তাহলে আর দেরি না করে এখন নিজেই আবেদন করুন মোদী সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত সরকারি অনুদানের জন্য । এ বিষয়ে একটা কথা অবশ্যই মনে রাখা দরকার এই প্রকল্পে আবেদনের জন্য কোনও ব্যাক্তিকে কোনও রকম অর্থ দেওয়া প্রয়োজন নেই । কারণ সরকারি প্রকল্পের টাকা পাওয়া আপনার ন্যায্য অধিকার । 

written by – Somnath Pal . 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #MODI #SWACCH BHARAT MISSION #TOYLET #SBM #PRAKALPA

Leave a Comment