নয়াদিল্লী – আসলে সেই ২০১৪ সাল । কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় এসে সরকারি কর্মীদের জন্য নয়া বেতন কমিশন গঠন করে । গঠিত হয় সপ্তম বেতন কমিশন । তবে সেই শেষ ,সেই বেশ । তার পর নয় নয় করে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর । আপাতত পুরাতন বেতন কমিশনের নিয়মেই প্রতি বছর জানুয়ারি এবং জুন মাসে দুবার দু’কিস্তিতে বেতন বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের । ওই বছরই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়, তখন ষষ্ঠ বেতন কমিশনের তুলনায় বেতন বৃদ্ধি হয় ১৪.৩ শতাংশ। তবে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিএ বাড়ানোর পরিবর্তে শুধুমাত্র কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের ক্ষোভের অন্ত নেই । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যুক্তি, সরকারি এই সিদ্ধান্তের ফলে সাধারণ কর্মীদের বদলে সরকারি আমলারাই বেশি লাভবান হয়েছেন ।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে সপ্তম বেতন কমিশন লাঘু নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার । সরকারি সুত্রে খবর এমনটাই । অবশ্য তার আগে বেতন কমিশন নিয়ে বড় সড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক । এদিন অর্থ মন্ত্রকের তরফে দেওয়া আপডেট অনুযায়ী যে সময় পঞ্চমের বদলে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হয়েছিল, সেই সময় কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি পেয়েছিল ৫৪ শতাংশ। অনুরুপ চতুর্থ থেকে পঞ্চম বেতন কমিশন গঠন কালে কর্মীদের ন্যূনতম বেতন বেড়েছিল ৩১ শতাংশ।
তবে ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠনের পর সরকারি কর্মীদের আয়করে বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী । যেমন সরকারি কর্মীদের জন্য ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর কর ছাড়ের ঊর্ধ্ব সীমা ২ লাখ থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়েছিল। তাছাড়া ৮০সি ধারায় কর ছাড়ের সীমা ১ লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ করা হয়েছিল। পরবর্তীতে ২০১৭ সালে আড়াই থেকে ৫ লাখ আয় করা সরকারি কর্মীদের আয়করের হার ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল।
পাশাপাশি এ রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক যখন ক্রমশ অবনতির পথে ঠিক সেই সময়েই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার । বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে সরকারি কর্মীদের ডি এ বৃদ্ধির বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার । জানা গিয়েছে সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী এক ধাক্কায় কর্মীদের ডি এ -র পরিমাণ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ করা হতে পারে । এর ফলে কেন্দ্রীয় সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । চলতি বছর জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই বর্ধিত ডি এ -এর সুবিধা পাবেন বলে জানা গিয়েছে । দোল উৎসবের আবহে উপহার স্বরুপ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিষয়ে সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা অর্থাৎ DA বৃদ্ধির বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত যে কেন্দ্র সরকার নিতে চলেছে সরকারি কর্মী মহলে এমন গুঞ্জন তৈরি হয়েছিল উৎসবের বেশ কিছুদিন আগেই । সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মন্ত্রী সভার বৈঠকেই মিলতে পারে রফা সুত্র । অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি তরফে কর্মীদের বর্ধিত ডি এ – এর বিষয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার ।
তবে সরকারি কর্মী মহলে গুঞ্জন টা শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে । এমনকি গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডি এ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। তার জেরে গত বছরই অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডি এ -এর পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৮ শতাংশে । এর পরেও অষ্টম বেতন কমিশন লাঘু করার বিষয়ে আর্জি জানিয়ে সরকারের কাছে দরবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীরা । এরই মধ্যে বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এক লাফে চার শতাংশ বৃদ্ধি হতে পারে বলে জল্পনা তৈরি হয় গোটা সরকারি মহলে। শেষ পর্যন্ত মন্ত্রীসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই নজর ছিল উৎসুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের ।
written by – Somnath Pal .
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG – #DA #GOVT #EMPLOYER#DEARNESS ALLOWENCE #INCREASE #HIKE