সুখবর! রেলে 2 লক্ষ গ্রুপ সি পদে নিয়োগের ঘোষণা রেল মন্ত্রীর, রইল বিস্তারিত -Railway Group C Recruitment

 দীর্ঘ অপেক্ষায়র পর অবশেষে ভারতীয় রেলে 2 লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত। জানানো হয়, দেশের সমস্ত জোন মিলিয়ে মোট প্রায় 2.5 লক্ষ শূন্যপদ তৈরি হয়েছে। ভারতীয় রেল বিভাগে দিনে দিনে প্রচুর কর্মী অবসর নিচ্ছেন। এদিকে তার অনুপাতে নিয়োগ হয় না। তাই বিশেষজ্ঞ মহলের দাবি ভারতীয় যে হারে শূন্যপদ তৈরি হচ্ছে তাতে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত করা দরকার। দীর্ঘদিন অপেক্ষার অবশেষে রেলের বিপুল নিয়োগের সবুজ সংকেত পেল চাকরি প্রার্থীরা। Railway Group C Recruitment 

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রেলের নিয়োগ সম্পন্ন করা হয়ে থাকে। ফের এই নিয়োগ সম্পর্কে আলোচনা চলছে। তিনি জানান, 30 জুন 2023 পর্যন্ত দেশে ভারতীয় রেলে প্রায় 1 লক্ষ 48 হাজার লেভেল 1 কর্মী নিয়োগ করা হয়। গ্রুপ সি পদে প্যানেলভুক্ত হয় প্রায় 1 লক্ষ 28 হাজার পদ। গত কয়েক বছরে যদিও বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয় কিন্তু অবসরে থেকে তা অনেক কম। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ শূন্যপদ পরে রয়েছে ভারতীয় রেলে। Railway 

ভারতীয় রেলের প্রায় 2 লক্ষ কর্মী নিয়োগের কথা ঘোষণা খোদ রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সামনের বছর দেশজুড়ে লোকসভা ভোট, আর সেই ভোটের অন্যতম হাতিয়ার হলো রেল কর্মী নিয়োগ। বিশেষজ্ঞদের দাবি, যেহেতু সামনে লোকসভা ভোট আর এর আগে শূন্যপদের খতিয়ান প্রকাশ রেলে নিয়োগের সবুজ সংকেত দেয়। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আপডেট আসতে পারে বা হতে পারে সরকারি মহলে এ বিষয়ে জোর কদমে প্রস্তুতি চলতে পারে। Railway Group C Recruitment 

সম্প্রতি রেলের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, দেশজুড়ে প্রায় আড়াই লক্ষের মতো শূন্যপদ তৈরি হ’য়েছে। এদিন তিনি পরিসংখ্যান সামনে নিয়ে এসেছেন। তিনি জানান, সমস্ত জোন মিলিয়ে গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে 2 লক্ষ 48 হাজার 859 টি। উত্তরাঞ্চলে শূন্যপদ রয়েছে মোট প্রায় 32 হাজার। পশ্চিমাঞ্চল ও সেন্ট্রাল বিভাগে মোট শূন্যপদ রয়েছে প্রায় 25 হাজার এবং পূর্বাঞ্চলে মোট শূন্যপদ রয়েছে প্রায় 30 হাজার। এদিকে এই শূন্যপদ গুলি প্রকাশ্যে আসার পরে চাকরি প্রার্থী মহলে শোরগোল সৃষ্টি হয়েছে। Railway Group C Recruitment 

সবমিলিয়ে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। রেলে প্রায় 2.5 লক্ষ কর্মী নিয়োগ খুব শীঘ্রই শুরু হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। যেহেতু সামনে লোকসভা ভোট তাই এই ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। রেল মন্ত্রীর কথা অনুযায়ী, রেল বিভাগে সংশ্লিষ্ট শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে নিয়োগ প্রস্তুতিও শুরু হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। তাই নিয়োগ সংক্রান্ত যদিও কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে বলে অনুমান চাকরি প্রার্থী মহলের। Railway Group C Recruitment 

Official Website Link 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment