সুখবর! সরকারি কর্মীদের অগ্রীম 3 মাসের বেতন ঘোষণা, কীভাবে পাবেন? -Govt Employees News

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

কলকাতা – একেই বলে সরকারি চাকরি । চাকরির মেয়াদ শেষে বাড়িতে বসে মোটা টাকা পেনশন এককালীন গ্রাচুইটি ,প্রভিডেন্ট ফান্ড আরও কত কি ? এই কারণেই বোধ করি বেকার চাকরি প্রার্থীরা সরকারি চাকরির পিছনেই প্রাণ পাত পাত করে । আসলে সরকারি চাকরি বলে কথা। একবার জুটিয়ে নিতে পারলেই কেল্লা ফতে । সাড়া জীবনের জন্য নিশ্চিত ভবিষ্যৎ । হাজার রকম সুযোগ সুবিধাও অকছর পাওয়া যায় সরকারি চাকরির সুবাদে । এই যেমন ধরা যাক স্যালারি ওভার ড্রাফটে বা অগ্রিম বেতনের সুবিধা । এতো দিন পর্যন্ত শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই যে কোনও ব্যাঙ্কের মাধ্যমে এই ওভার ড্রাফটের (OVER DRAFT) সুবিধা পেতেন। এবার থেকে এ রাজ্যের সরকারি কর্মীরাও এই ওভার ‘স্যালারি ওভার ড্রাফটের’ সুবিধা পাবেন । সম্প্রতি এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এমনই সুবিধা দিতে উদ্যোগী হয়েছে দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক । 

কিন্তু কি এই স্যালারি ওভার ড্রাফ্‌ট ফ্যাসিলিটি (SALARY OVERDRAFT FACILITY) বা সুবিধা ? এর উপকারিতাই বা কি ? 

এ বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অভিমত , চাকরি জীবনে সুন্দর একটি বাড়ি , দামি গাড়ি, কিংবা শখের মোটর বাইক অথবা নিজের কিংবা পরিবারের কোনও সদস্যের শারীরিক অসুবিধার কারণে ব্যাঙ্ক কিংবা বেসরকারি সংস্থা মারফৎ চড়া শতাংশ সুদে মোটা টাকা লোন বা ঋণ নেন । এক্ষেত্রে চাকরি জীবনে জীবনভর ওই সরকারি কর্মীকে তার লোনের টাকা পরিশোধ করতে হয় মোটা টাকা সুদ সহ । কিন্তু এবার বুঝি সেই সব ঝামেলা ঝক্কির  আর মোটা অঙ্কের সুদ গোনার দিন শেষ । 

কেন্দ্র সরকারের পাশাপাশি একাধিক রাজ্যের মতো এবার থেকে এ রাজ্যের সরকারি কর্মীরাও প্রয়োজন মতো তাদের মাস মাইনার তিন গুণ টাকা ব্যাঙ্ক থেকে অগ্রিম তুলে নিতে পারবেন সহজে । বিষয়টি আরও স্পষ্ট করেই বলাই ভালো । 

ধরা যাক , কোনও কর্মীর বেতন মাসে ৫০ হাজার টাকা । যদি ওই সরকারি কর্মীর তৎক্ষণাৎ প্রয়োজন পড়ে তাহলে তিনি তার মাইনার তিন গুণ অর্থাৎ ১ লক্ষ ৫০ হাজার টাকা ‘স্যালারি ওভার ড্রাফ্‌ট ফ্যাসিলিটি’ (SALARY OVERDRAFT FACILITY) বা অগ্রিম বেতনের সুবিধা পাবেন । তবে এক্ষেত্রে ওই সরকারি কর্মীকে কিছু শর্ত অবশ্যই পালন করতে হবে । তাহলে আসুন জেনে নেওয়া যাক স্যালারি ওভার ড্রাফ্‌ট ফ্যাসিলিটি বা সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও সরকারি কর্মীকে ঠিক কি কি নিয়ম বিধি মেনে চলতে হবে । 

১) এক্ষেত্রে দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক যেমন , (SBI, HDFC, PNB , AXIS BANK) সহ একাধিক ব্যাঙ্ক মারফৎ এই স্যালারি ওভার ড্রাফটের সুবিধা পাওয়া যাবে সহজেই । 

২ ) এক্ষেত্রে ওই সরকারি কর্মীর সিভিল স্কোর ‘ (CIVIL SCORE ) শূন্য হলে তিনি এই সুবিধা পাওয়ার যোগ্য নন । 

৩) ব্যাঙ্ক ছাড়াও কোনও আর্থিক সংস্থা থেকে লোন অর্থাৎ ঋণ নেওয়া থাকলে তিনি এই সুবিধা পাবেন না । এক্ষেত্রে পূর্বের লোন শোধ হওয়া বাঞ্ছনীয় । 

৪) এক্ষেত্রে প্রয়োজনে ওই সরকারি কর্মী তার মাস মাইনার তিন গুণ টাকা ব্যাংক থেকে নিতে পারবেন । 

৫) স্যালারি ওভার ড্রাফ্‌ট ফ্যাসিলিটিতে বা অগ্রিম বেতনের সুদের হার একেবারে যত সামান্য । 

৬) সরকারি কর্মীকে তার মাস মাইনার পে স্লিপ নিয়ে যে কোনও ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে । 

৭)  এই (SALARY OVERDRAFT) পদ্ধতিতে অগ্রিম টাকা ঋণ নিতে গেলে অবশ্যই ওই কর্মীর  ব্যাংকে (SALARY ACCOUNT) থাকতে হবে।  

৮) সব শেষে প্রদেয় ব্যাঙ্ক মারফৎ ওই কর্মীর আর্থিক অবস্থা যাচাইয়ের পর উক্ত ব্যাক্তিকে ওভার ড্রাফ্‌ট  বা অগ্রিম বেতনের সুবিধা প্রদান করে থাকে ।  

written by – Somnath Pal . 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG – #SALARY #OVER DRAFT #FACILITY #BANK #GOVT EMPLOYEE

Leave a Comment