নয়াদিল্লি – “Government by the People – for the People – and the People ” বেশ কয়েক দশক আগের সেই উক্তি আজও প্রাসঙ্গিক । কারণ টা অবশ্য বেশ স্পষ্ট । সরকার দেশের মানুষের স্বার্থেই কাজ করবে । এটাই তো স্বাভাবিক । এমনিতেই ডান থেকে বাম, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে সরকারই দেশের মসনদ দখল করেছে সেই সরকারই দেশের মানুষের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত গ্রহন করেছে । এবারও তার অন্যথা হলনা ।
সাম্প্রতিক সময়ে চাকরি কিংবা একাধিক সরকারই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি দফতর থেকে শুরু করে এদিক ওদিক ছুটে বেড়াতে হয় দেশের আম জনতাকে । কিন্তু এবার বুঝি সে সব অতিত হতে চলল । তার কারণ এবার দেশের আম নাগরিকের সুবিধার্থে সরকারি ওয়েব সাইট চালু করল ভারত সরকার । এই একটি মাত্র ওয়েব সাইটে ক্লিক করলেই আপনি সহজে এক নিমেষে পেয়ে যাবেন ১৩ হাজার সরকারি চাকরির খোঁজ । তবে শুধুই চাকরির সন্ধান নয় । ভারত সরকারের তরফ থেকে গোটা দেশের মানুষের সুবিধার্থে চালু করা এই ওয়েব সাইট থেকে দেশের একাধিক গুরুত্ব পূর্ণ মন্ত্রকের অধীনে থাকা একাধিক দফতরের যে কোনও কাজ করতে পারবেন এক চুটকিতে ।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ভারত সরকারের এই নয়া ওয়েব সাইট সম্পর্কে –
এই ওয়েব সাইটে গোটা দেশের শহর কিংবা প্রত্যন্ত গ্রামের মানুষেরাও সহজেই পেয়ে যাবেন চাকরি এবং সরকারি প্রকল্পের খোঁজ । এমনকি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি তৈরি থেকে শুরু করে সরকারি যাবতীয় কাজ সহজেই মিটিয়ে নিতে পারবেন এই ওয়েব সাইটের মাধ্যমে ।
এখনও পর্যন্ত এই ওয়েব সাইটটিতে ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অধীনে থাকা একাধিক দফতরের ১৩ হাজার সরকারি চাকরির খোঁজ যেমন মিলবে তেমনি আপনি যদি আপনার যে কোনও সরকারি কাজ মেটাতে বিশেষ করে যে কোনও নথিপত্রের জন্য আবেদন করতে চান তাহলে এই ওয়েব সাইট থেকেই আপনি তা সহজেই করতে পারবেন মুহূর্তের মধ্যে ।
ইতিমধ্যেই ভারত সরকারের একাধিক মন্ত্রক যেমন –
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের ৭২ টি পরিষেবা ,
অর্থ মন্ত্রকের ১২১ টি পরিষেবা ,
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ১০০ টি পরিষেবা ,
৬০টি পরিষেবা ,
অভিযোগ এবং পেনশন, শিক্ষা মন্ত্রকের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত ৪৬টি পরিষেবা,
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ৩৯টি পরিষেবা,
বিদেশ মন্ত্রকের ৩৮টি পরিষেবা সম্পর্কে যাবতীয় বিষয় আপলোড করা হয়েছে সরকারি এই পোর্টাল অর্থাৎ ওয়েব সাইটে ।
আপনি চাইলে আপনার পছন্দের যে কোনও মন্ত্রকের তরফে চালু হয়য়া সরকারি প্রকল্প এবং পরিষেবাটি বেছে নিতে পারেন এবং এটির সুবিধা নিতে পারেন সহজেই । ধরাযাক আপনি যদি সরকারি কোনও প্রকল্প যেমন, প্রধানমন্ত্রী জনধন যোজনা থেকে শুরু করে কৃষক সম্মান নিধি বা সরকারি কোনও স্কিম সম্পর্কে জানতে আগ্রহী, বা উক্ত প্রকল্পে আপনার নাম লিপিবদ্ধ অর্থাৎ ওই প্রকল্পে আবেদন করতে চাইছেন তাহলে আপনি সহজেই এই ওয়েব সাইটটির মাধ্যমে করে নিতে পারবেন । আবার আপনি যদি আপনার পাসপোর্ট – র জন্য আবেদন করতে চাইছেন তাহলে ওই ওয়েব সাইটে ঢুকে নির্দিষ্ট স্থানে ক্লিক করলেই আপনি আপনার কাজ মিটিয়ে নিতে পারবেন সহজেই । এর জন্য আর আপনাকে সরকারি দফতরে অযথা ছুটোছুটি করতে হবে না ।
তবে হ্যাঁ, এই ওয়েব সাইটে কাজ মেটাতে চাইলে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে সেটি হল , এর জন্য আপনাকে আধার কার্ড – প্যান কার্ড লিঙ্ক করতে হবে।
তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এখনই ক্লিক করুন (services.india.gov.in) ওয়েব সাইটে । আর মনের মতো চাকরি সহ সরকারি যাবতীয় স্কিম অর্থাৎ প্রকল্প আর সরকারি দফতরের কাজ মিটিয়ে নিন ঘরে বসেই ।
শিক্ষা – চাকরি – এবং সরকারি প্রকল্পের আপডেট পেতে নজর রাখুন bongdhra.com -এ
written by – Somnath Pal.
Join Telegram Channel : Click Here
TAG – #GOVT JOB #WEBSITE #GOVT PORTAL #SCHEME #SERVICE