সুখবর! 2 লক্ষ বেকার যুবক যুবতীকে মোটরসাইকেল দান রাজ্য সরকারের -WB Govt Prakalpo

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

কলকাতা – শিক্ষা থেকে স্বাস্থ্য । কন্যাশ্রী, যুবশ্রী , সবুজসাথী থেকে শুরু করে স্মার্ট ফোন আরও কত কি ।  এবার লক্ষ্য কর্ম সংস্থান । সেই লক্ষ্যেই এবার আরও একধাপ এগিয়ে গোটা রাজ্যের প্রায় ২ লক্ষ বেকার যুবক যুবতী কে মোটর বাইক দেবে পশ্চিমবঙ্গ সরকার । রাজ্য হোক কিংবা গোটা দেশ, বেকারত্ব যে ক্রমশ ঊর্ধ্ব গামী তা আর বলার অপেক্ষা রাখেনা । এই অবস্থায়  রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । 

আসলে ২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে গত এগারো বছরে রাজ্যের মানুষের প্রভূত আর্থ সামাজিক উন্নতির স্বার্থে নয় নয় করে প্রায় ৭০ টির ওপর জন মুখি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই তালিকায় সংযোজন হল মুখ্যমন্ত্রীর কর্মই ধর্ম নয়া প্রকল্প । সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর এই নয়া প্রকল্পের সুবিধা পেতে পারেন গ্রাম বাংলার ২ লক্ষ বেকার যুবক – যুবতী ।  

রাজ্যের  বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে  এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । 

প্রকল্পের নাম ‘কর্মই ধর্ম'(KARMOI DHARMO) | সাম্প্রতিক ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে  রাজ্যের বিভিন্ন জেলার ২লক্ষ বেকার যুবক – যুবতীকে  মোটর বাইক , স্কুটি প্রদান করবে রাজ্য সরকার | প্রকল্পের লক্ষ্য একটাই ব্যাপক হারে কর্মসংস্থান । 

এবার আসুন  জেনে নেওয়া যাক ‘কর্মই ধর্ম’ প্রকল্পটির উদ্দেশ্য ঠিক কী ?                             

সরকারি এবং একাধিক বেসরকারি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমান চাকরির বাজার বেশ শোচনীয় ।  এই অবস্থায় সরকারি চাকরির ভরসা ওপর না করে রাজ্যের বিভিন্ন জেলার বেকার যুবক-যুবতীরা ঝুঁকছেন বেসরকারী চাকরি এবং নিজস্ব ভাবে ছোটখাটো ব্যবসার দিকে । সেই কারণে ওই সমস্থ বেকার যুবক যুবতীদের প্রতিনিয়ত  দুরদুরান্ত ছুটে বেড়াতে হচ্ছে । ফলে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম যে মোটর বাইক সে কথা বলাই বাহুল্য ।  অল্প টাকায় একমাত্র মোটর বাইকে চেপে স্বাচ্ছন্দে যেমন যাতায়াত করা যায় তেমনি মাল পত্র বহন কিংবা বেসরকারি কাজের অঙ্গ হিসাবে বর্তমান বাজারে মতরবাইক এক অপরিহার্য যানবাহন । বেকার যুবক- যুবতীদের কাজে উৎসাহ দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে ৷                                

কিভাবে প্রকল্পের কাজ সম্পন্ন হবে ?                

জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা এলাকার বাসিন্দা হলে সংস্লিষ্ট স্থানীয় পঞ্চায়েত এবং  পুরসভার অফিস থেকে  কর্মই ধর্ম প্রকল্পের অধীন মোটর বাইক নেওয়ার  ফর্ম পাবেন বেকার যুবক-যুবতীরা ৷ পাশাপাশি যদি কোনও যুবক – যুবতী কাজে নিযুক্ত থাকেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন ৷                           

কিভাবে আবেদন করতে হবে-                        

স্থানীয় পঞ্চায়েত ও পুরসভা অফিস থেকে ফর্ম তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফিলাপ বা পূরণ  করে তা ওই পঞ্চায়েত ও পুরসভাতেই জমা করতে হবে আবেদনকারীকে । তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ৷ এ ছাড়াও আবেদনকারীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ৷                 

আবেদনকারীকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে ?  

১. আবেদনকারী প্রার্থীর রেসিডেনসিয়াল সার্টিফিকেট  বা স্থায়ী বসবাসের সংশা পত্র 

২. আবেদনকারীর ভোটার কার্ড ও আাঁধার কার্ডের প্রত্যয়িত নকল 

৩. আবেদনকারীর বর্তমান সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন  ছবি 

৪. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সংশাপত্রের প্রত্যয়িত নকল           

এক কথায় বর্তমান সরকারী চাকরীর বাজারে দিশেহারা বেকার কর্ম প্রার্থীদের নিজস্ব উদ্যোগে এবং বেসরকারী চাকরীর ক্ষেত্রে উদ্যমী এবং সাবলম্বি করতেই সরকারী ভাবে এই প্রকল্প টি চালু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ কর্মই ধর্ম প্রকল্পটির বিস্তারিত জানতে সরকারী ওয়েব সাইটে যোগাযোগ করতে বলা হয়েছে । 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

written by – Somnath Pal . 

TAG – #WB #GOVT #PRAKALPA #KARMOI DHARMO #MAMTA BANERJEE #MOTOR BIKE #SCOOTY

Leave a Comment