সুখবর! WBCSC-র মাধ্যমে Group C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি -WB Job Recruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্য সরকারের অধীনে ফের চাকরির দারুণ সুযোগ। রাজ্যের কোওপারেটিভ সার্ভিস কমিশনের (WBCSC) মাধ্যমে গ্রুপ সি ( Group C) লেভেলের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। WBCSC-র প্রকাশিত নোটিশ অনুযায়ী, রাজ্যের 23 জেলার যে কোনো স্থান থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। অবশ্যই ছেলে ও মেয়ে উভয় WBCSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। WBCSC Job Recruitment 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী WBCSC-র সংশ্লিষ্ট কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তাদের দুই ভাবে আবেদন করার সুযোগ দেওয়া হবে। প্রথমত আবেদন পত্র সরাসরি অফিসে গিয়ে জমা করতে পারবেন আর অন্যভাবে তাদের ইমেইল এড্রেসে PDF আকারে আবেদন পত্র জমা করতে পারবেন। আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তারপর প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি বা PDF কপি দিয়ে জমা করতে পারবেন। 

জরুরি নথিপত্র সমূহ :

1. বায়োডাটা বা আবেদন পত্র 

2. বয়সের প্রমাণ পত্র 

3. যোগ্যতার প্রমাণ পত্র 

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. আধার বা ভোটার কার্ড 

6. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে) 

7. কাজের অভিজ্ঞতা ( যদি থাকে) 

8. অন্যান্য ( যদি থাকে) 

আবেদন পত্র জমার শেষ তারিখ : এক্ষেত্রে দুই ভাবে আবেদন পত্র জমা করতে পারবেন কিন্তু শেষ তারিখ একই। 04/09/2023 এর বিকেল 5.30 টা পর্যন্ত আবেদন পত্র জমা করা যাবে। 

নিয়োগ প্রক্রিয়া : যারা WBCSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবে তাদের যোগ্যতা ঠিক থাকলে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন জমা করার শেষ তারিখের পরের দিন অর্থাৎ 05/09/2023 এ সকাল 11.30 থেকে Walk In Interview শুরু হবে। মনে রাখতে হবে উপরোক্ত নথিপত্রের দুই কপি করে জেরক্স সঙ্গে অরিজিনাল কপি নিয়ে উপস্থিত হতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও সাথে রাখতে হবে। 

পদের নাম : এক্ষেত্রে হিসাবরক্ষক পদে নিয়োগ করা হবে 

মাসিক বেতন : প্রতি মাসে বেতন দেওয়া হবে 16 হাজার টাকা 

বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে বা তার নিচে থাকতে হবে। 

যোগ্যতা : এক্ষেত্রে আবেদন করতে যোগ্যতা থাকতে হবে বিকম পাশ সঙ্গে কম্পিউটার এর যাবতীয় কাজ জানতে হবে। এর পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে – 

Official Notice Download 


Application Form Download 


Official Website Link 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment