সুসংবাদ! অবশেষে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন উভয় বৃদ্ধি -WB Govt Employees Update

 দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফের পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ফের নয়া সুসংবাদ। ভোটের মরশুমে সরকারি চাকরিজীবিদের জন্য নয়া সুসংবাদ। যদিও বেশ কয়েক মাস ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশ ডিএ বা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিল কিন্তু এবার তাদের নয়া  সুসংবাদ চলে এলো। যদিও চলতি মাসের এপ্রিল মাস নাগাত রাজ্য সরকারি কর্মীদের জন্য 3 শতাংশ ডিএ -র ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু তাতেও নারাজ ছিল সরকারি কর্মী মহল তাদের দাবি ছিল কেন্দ্র সরকারের সম হারে ডি লাগবে। তার জেরে দীর্ঘদিন ধরে আন্দোলনে নামে সরকারি কর্মীদের একাংশ। West Bengal Government Employees News 

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। এবার ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর আসলো সরকারি কর্মী মহলের মধ্যে। নতুন খবর অনুযায়ী, 3 শতাংশ হারে ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের পারিশ্রমিক বেতন। আরও জানানো হয়, এক্ষেত্রে আপাতত মাসিক 3 শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হবে। তবে যারা পেনশনভোগী তাদের জন্য বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো আপডেট জানানো হয়নি। তবে এক্ষেত্রে এই বেতন কাঠামোর আওতায় আসবেন রাজ্যের শিক্ষক, অশিক্ষক, পঞ্চায়েত ও পৌরসভা কর্মী সহ যাবতীয় সরকারি কর্মী সমূহ। West Bengal Government Employees DA Update 

রাজ্যের সরকারি স্থায়ী কর্মীদের মধ্যে শুধু নয়া ডিএ বৃদ্ধি আটকে থাকবেনা তার পাশাপাশি রাজ্য সরকারের অধীনে প্রচুর চুক্তি ভিত্তিক কর্মীগন রয়েছে তারাও এই নয়া ডিএ বৃদ্ধির আওতায় পরবে। আর এদিকে যদিও চলতি বছরের সরকারি বাজেটের থেকে আরও 2500 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। জানা গিয়েছে, সেই বরাদ্দ টাকা থেকে বর্তমান বেতন ও বাৎসরিক ডিএ-র টাকা মেটানো হবে। West Bengal Government DA Update 

যদিও সম্প্রতি মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ডিএ কেন্দ্রের জন্য বাধ্যতামূলক হলেও রাজ্যের জন্য তা নয় ‘। যদিও এই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে তার আগাম শোনানি রয়েছে 14 ই জুলাই। 

যদিও রাজ্য সরকারি কর্মীদের দাবি যেখানে কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মীগন 42 শতাংশ ডিএ পাচ্ছে সেখানে রাজ্য সরকারের অধীনে কর্মীগন পাচ্ছে মাত্র 6 শতাংশ। যদিও মার্চ মাসের আগে তারা ডিএ পেত মাত্র 3 শতাংশ। এখন তা বেড়ে 6 শতাংশ করলেও কেন্দ্রের তুলনায় আকাশ পাতাল। তবে এ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে আগামী 14 ই জুলাই তার শোনানি রয়েছে। 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment