সুসংবাদ! 1800 শূন্যপদে ছেলে মেয়ে নিয়োগ, আবেদনের শেষ তারিখ 17 সেপ্টেম্বর -IAAD Recruitment

 কর্মপ্রার্থীদের জন্য ফের নয়া চাকরির খবর নিয়ে উপস্থিত হওয়া গেল। এবার একটা দুইটা না প্রায় 1800 পদে চাকরির সুযোগ দিচ্ছে সকল কর্মপ্রার্থীদের যারা চাকরি খুঁজছেন। যে সকল প্রার্থী দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন যে, কবে সুবিশাল পদে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি নয় এবার আপনার কাছে সেই সুযোগ এসে পৌছালো। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কীভাবে আবেদন করতে হবে বা তার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য। Audit And Account Department Recruitment 

মোট শূন্যপদ : প্রায় 1800 শূন্যপদে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের প্রথমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র সহ জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি জমা করতে হবে। 

আবেদনের শেষ তারিখ : এক্ষেত্রে আবেদন করতে পারবেন 17/09/2023 তারিখের মধ্যে। স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। 

আবেদনকারীর বয়স : এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

যোগ্যতা : যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। 

আবেদন পত্র জমা করার ঠিকানা : Shri Nilesh Patil,Assistant Comptroller & Auditor General (N)-I,Office of the Comptroller & Auditor General of India,9, Deen Dayal Upadhyay Marg, New Delhi- 110124.

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন – 

Official Notice Download 

Official Website Link 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment