সরকারি কিনবা বেসরকারি চাকরি একটা হলেই হল । তাও যদি হয় ব্যাংকে তা হলে তো আর কথায় নেই । এবার ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ । সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট (State Bank of India) ব্যাঙ্ক অব ইন্ডিয়া । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন । নিযুক্ত অরমিদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন । তাহলে আর দেরি না করে নিচের প্রতিবেদন টি পড়ে নিয়ে দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।
স্টেট ব্যাঙ্ক (SBI) অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ২১ তারিখ অর্থাৎ 21/06/2023-এর মধ্যে আবেদন করতে হবে । তবে এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে উপযুক্ত তথ্য দিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । তবে নিয়োগ ও আবেদন সম্পর্কিত কোনও নিয়মাবলী পরিবর্তিত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ।
নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এবং আবেদনকারী প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৯ টি শূন্যপদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।
সংশ্লিষ্ট পদ গুলি হল
১) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটিং হেড (Senior Vice President & Marketing Head)
২) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মার্কেটিং ( Assistant General Manager Marketing)
৩) চিফ ম্যানেজার মার্কেটিং ( Chief Manager Marketing)
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে শিক্ষাগতা যোগ্যতা হিসাবে ‘ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটিং হেড ‘ পদের জন্য আবেদনকারীকে মার্কেটিং / ফিনান্স /পিজিডিএম / এম বি এ ডিগ্রী ধারি এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ হতে হবে ।
অন্যদিকে ‘ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মার্কেটিং ও চিফ ম্যানেজার মার্কেটিং ‘ পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং / ফিনান্স /পিজিডিএম / এম বি এ ডিগ্রী ধারি হতে হবে ।
বয়স সীমা –
‘ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটিং হেড ‘ পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ।
‘ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মার্কেটিং ও চিফ ম্যানেজার মার্কেটিং ‘ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বহরের মধ্যে ।
মাসিক বেতন –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে নির্দিষ্ট পদ অনুসারে স্টেট ব্যাঙ্কের তরফে প্রতিমাসে নুন্যতম – ৭৬,০১০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,৩৫০ টাকা বেতন দেওয়া হবে ।
আবেদনের সময় প্রার্থীকে তার যাবতীয় প্রমাণ পত্র সঙ্গে রাখতে হবে ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আর বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন https://bank.sbi/careers -এ
চাকরির সব খবর সবার আগে পেতে নজর রাখুন bongodhra.com-এ
writtenn by – Somnath Pal .
Official Notice : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #SBI #RECRUITMENT #STATE BANK OF INDIA #JOB NEWS #BANK JOB