স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -WB Health Recruitment 2023

 পার্শ্ব শিক্ষকের কথা কারও অজানা নয় । এবার নার্সিং বিষয়ে পার্শ্বীয় নিয়োগ । তবে চলতি মাসে প্রথম দিন বাজেট বক্তৃতায় গোটা দেশ জুড়ে নার্সিং কলেজ স্থাপনের কথা বলা হয়েছে । এ বিষয়ে কেন্দ্র সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতির সাথে সাথে নার্সিং পাশ করা বেকার যুবতীদের কর্ম সংস্থান । এ বিষয়ে রাজ্য সরকারও পিছিয়ে নেই । এবার রাজ্যের একাধিক নার্সিং কলেজ গুলিতে কয়েক শো নার্সিং স্টাফ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর । এই নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে খুশির খবর তা বলাই বাহুল্য । রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরের অধীনে রাজ্যের একাধিক নার্সিং কলেজে কয়েক সো নার্সিং ইনস্ট্রাক্টর (Nursing Instructor) নিয়োগ করা হবে । সম্প্রতি এই মর্মে শূন্য পদ গুলি পূরণের উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র চাওয়া হয়েছে ।  এ ক্ষেত্রে মাসিক বেতন বেশ আকর্ষণীয় ।  আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Advertisement No: R/Clinical Instructor-Lateral, GCON/1/2023           Dated : 31/01/2023 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhrb.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে তা আপলোড করতে হবে । সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে ।   

বয়স সীমা – 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৫০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ওপর বিবেচনা সাপেক্ষে স্থায়ী করণ করা হতে পারে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে । 

প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের একাধিক নার্সিং কলেজে ।  । 

 

মাসিক বেতন- 

উল্লেখিত পদে  নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতি মাসে  ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা বেতন দেওয়া হবে । 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

পদের নাম – নার্সিং ইনস্ট্রাক্টর (NURSING INSTRUCTOR )

শূন্য পদের সংখ্যা – ১৪৬ টি ( তবে উল্লেখিত শূন্য পদের মধ্যে তপশিলি জাতী এবং ওবিসি প্রার্থীদের জন্য বেশ কয়েকটি পদ সংরক্ষিত রয়েছে )  

শিক্ষাগত যোগ্যতা – 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এস সি নার্সিং অথবা এম এস সি নার্সিং ডিগ্রিধারী হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি স্থানীয় এবং  বাংলা ভাষায় নিপুন এবং দক্ষ হতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 

আবেদন ফী –

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।  তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhrb.in) -এ 

আবেদনের শেষ তারিখ 20/02/2023   

Official Notice : Download 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #NURSING

Leave a Comment