স্বাস্থ্য দপ্তরে জাতীয় স্বাস্থ্য মিশনে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন – WB Health Recruitment Job

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Health Mission Recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থী জাতীয় স্বাস্থ্য মিশনের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে শেষের দিকে আবেদন পত্র দেওয়া রয়েছে। আবেদন পত্র প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিচের দেওয়া ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

আবেদন ফী : এক্ষেত্রে আবেদন করতে ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকা এবং রিজার্ভ গোষ্ঠির জন্য 50 টাকা জমা করতে হবে। District Health & Family Samity Bankura Ale Construction”, Account no- 0193013133910. IFSC code – PUNB0019320, Punjab National Bank, Bankura Branch একাউন্টে জমা করতে হবে।

কী কী পদে নিয়োগ করা হবে :
1.Block Public Health Manager
2.Block Data Manager
3.Medical Officer

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়াও স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে সর্বাধিক 40 বছর। এবং মেডিক্যাল অফিসার পদে 67 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন পত্র জমার ঠিকানা : The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist-Bankura – 722101।।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice Download 


Official Website Visit 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment