স্বাস্থ্য দপ্তরে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রচুর শূন্যপদ রয়েছে -WB Health Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দফতর । সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(health & family welfare) কল্যান দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে ।  নিচের প্রতিবেদন টি ভালো করে দেখে নিয়ে দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।  প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DH&FWS/APD/2023-24/No 42  Dated – 12/04/2023  

প্রথমেই শূন্য পদের বিবরণ –

১) পদের নাম – ফেসিলিটি কন্সাল্ট্যান্ট ‘ (Facility Consultant) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে ।

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  MBBS ডিগ্রির পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে সরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  


২) পদের নাম- ‘ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ‘ ( Clinical Psycologist)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে ।

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে ডিগ্রির পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  


৩) পদের নাম- ‘ সাইকিয়াট্রিক/ কমিউনিটি নার্স  ‘ (Psychiatric / Community Nurse)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি 

বয়স- 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে ।

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৮ থেকে ৩০  হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে বি এস সি অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । 


৪) পদের নাম – কাউন্সিলর (Counsellor )

শূন্য পদ – উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৭ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্রাজুয়েট  বা স্নাতক হতে হবে । পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে ।  পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

বয়স

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০বছরের   মধ্যে। 


৫) পদের নাম- স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট ‘ (Sanitary Attendant )  

শূন্য পদ –  উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা – ২ টি 

বয়স- 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন-  

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  মাধ্যমিক বা সমতুল  পাশ  হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে  অন্তত দু বছরের অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৬) পদের নাম- ‘ ডেন্টাল হাইজেনিস্ট ‘ (Dental Hygienist ) 

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের  মধ্যে । 

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিস্থান  থেকে ডেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত  দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৭) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (Community Health Assistant)

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা  সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 

৮) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORATORY TECHNICIAN)

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে  ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে । 

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 

৯) পদের নাম – টেকনিক্যাল সুপারভাইজর (Technical Supervisor) 

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে   ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে । 

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা– 

আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশহতে হবে । পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে । 

১০) পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা– 

প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

১১) পদের নাম – ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর ” ( VBD Technical Supervisor)  

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি আরও ২ হাজার টাকা করে দেওয়া হবে প্রাসঙ্গিক বিষয়ে কাজের জন্য । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা– 

প্রার্থীকে অবশ্যই সায়েন্স বা বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও প্রার্থীর মোটর বাইক চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে । 

তবে উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

কাজের ধরণ– 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রার্থী নির্বাচন– 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে  ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । এমনকি কিছুকিছু পদের ক্ষেত্রে প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে । 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট  -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে  নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে ।   এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি  সাঁটিয়ে এবং সই (Signature)  করে আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে জমা করতে হবে ।   

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,   

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড,

উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র 

পাসপোর্ট সাইজের রঙিন ছবি,  ইত্যাদি । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Office of the Chief Medical Officer of Health & Member Secretary , DH&FWS, Babupara , Maya Talkiies Road , Ward No- 12 , District- Alipurduar ,Pin – 736121. 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা (www.alipurduar.gov.in)  – এ 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ২৬ শে এপ্রিল অর্থাৎ  26/04/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে, নজর রাখুন bongodhara.com – এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Join Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #লল

HEALTH JOB #NHM

Leave a Comment