স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ -WB Health Recruitment

বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের  অবস্থা বেশ করুণ ।  চুক্তি(contractual) হোক  কিংবা স্থায়ী চাকরি (gov job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) খবর যে বেকার কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের  তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(health & family welfare)  কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়।  এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- CMOH/Samiti/2811     Dated – 04/04/2023  

প্রথমেই শূন্য পদের বিবরণ –

১) পদের নাম – ডিস্ট্রিক্ট ম্যানেজার ‘ (District Manager)  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে  ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে MBBS/ ডিস্ট্রিক্টআয়ুশ / নার্সিং বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জেলা ভিত্তিক প্রকল্পে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

২) পদের নাম – ডিস্ট্রিক্ট কন্সাল্ট্যান্ট ‘ (District Consultant)  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান বিদ্যায় ডিগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত হাসপাতাল ভিত্তিক কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৩) পদের নাম – ফেসিলিটি কন্সাল্ট্যান্ট ‘ (Facility Consultant)  

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। 

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে MBBS/ আয়ুশ / লাইফ সায়েন্স / সোশ্যাল সায়েন্স  বিষয়ে গ্র্যাজুয়েট / মাষ্টার ডিগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত হাসপাতাল সংক্রান্ত প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং কম্পিউটার বিষয়ে দক্ষ এবং পারদর্শী হতে হবে ।  

৪) পদের নাম – এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ‘ (Executive Assistant) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। 

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রীর পাশাপাশি কম্পিউটার / জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।  

৫) পদের নাম – ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ‘ (clinical psychologist)

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে  ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে। 

৬) পদের নাম- “সাইক্রিয়াটিক  / কমিউনিটি নার্স  ( Psychiatric / Community Nurse )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে সাইকিয়াট্রিক নার্স পদের ক্ষেত্রে ২৫ হাজার  এবং কমিউনিটি নার্স পদের ক্ষেত্রে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স- 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা– 

এক্ষেত্রে আবেদনকারীকে সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে বি এস সি /এম এস সি ডিগ্রিধারী হতে হবে । 

৭) পদের নাম  – ‘ সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার ‘ (Psychiatric Social Worker )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক অর্থাৎ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার অথবা সোশ্যাল ওয়ার্কিং বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে ।  

৮) পদের নাম  – রেকর্ড কিপার ‘ (Record Keeper) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীর পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য সম্পর্কিত এবং কম্পিউটার বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 


৯) পদের নাম  – নিউট্রিশনিস্ট ‘ (Nutritionist) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৫ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫  হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি / এম এস সি ডিগ্রিধারী হতে হবে । 

১০) পদের নাম  – মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার ‘ ( Medical Social Worker) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটার বিষয়ে  দক্ষতা সহ হিসাব সংক্রান্ত কাজের বিষয়ে অভিজ্ঞ হতে হবে । 

১১) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( Laboratory  Technician )

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে  ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে । 

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 

১২) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (Community Health Assistant)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৯ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা  সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 


১৩) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(Medical Officer )

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। 


১৪) পদের নাম- “স্টাফ নার্স” ( Staff Nurse )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

১৫) পদের নাম- অপথালমিক অ্যাসিস্ট্যান্ট (Opthalmic Assistant )

শূন্য পদ –  উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা – ২ টি 

বয়স– 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন-  নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ  হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে  অন্তত দু বছরের অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

১৬) পদের নাম- পিয়ার সাপোর্ট ‘ (Peer Support) 

শূন্য পদ –  উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা – ১ টি 

বয়স– 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন-  

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ  হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে  অন্তত দু বছরের অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। 

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রার্থী নির্বাচন– 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা কড়া নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট  -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে  নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি  এবং সই (Signature) আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।   

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,   

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড,

উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র 

পাসপোর্ট সাইজের রঙিন ছবি,  ইত্যাদি । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা (www.purulia.gov.in ) – এ 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ১৭ ই এপ্রিল অর্থাৎ  17/04/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে,  চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

★Join Telegram Channel : Click Here


★More Job News : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH #NHM

Leave a Comment