কথায় বলে স্বাস্থ্যই সম্পদ । আর দেশ তথা রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিসেবায় রয়েছে একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্প । এবার সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়োগ করা হবে জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী । বেহাল চাকরির বাজারে এই নিয়োগের(recruitment) খবর যে কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন সহ আয়ুশ প্রকল্পে (National Health Mission) কর্মী নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দফতর । সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার (health & family welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ । তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক । প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। তাহলে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DH &FWS/4262 Dated – 18/05/2023
১) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(Medical Officer)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২৯ টি
বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে।
২) পদের নাম- “স্টাফ নার্স” ( Staff Nurse )
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২৯টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স–
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীর নার্সিং-র বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
৩) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (Community Health Assistant))
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২৯ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে ।
৪) পদের নাম – ড্রাইভার ‘ ( Driver) শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি ৷
মাসিক বেতন – নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর প্রতি মাসে ১১,৫০০ টাকা বেতন দেওয়া হবে ৷
বয়স সীমা – উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে ৷
শিক্ষাগত যোগ্যতা– এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে ৷ তৎসহ যানবাহন চালানোর দক্ষতা – অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স ধারী হতে হবে ৷ এছাড়াও যানবাহন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে ৷
আবেদন পদ্ধতি –
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে । প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে । সবশেষে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে ছবি সাঁটিয়ে এবং সই করে আবেদন পত্র টি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংস্লিষ্ট আধিকারিকের অফিসে পাঠাতে হবে ৷
এ ক্ষেত্রে আরও যে বিষয় গুলি মনে রাখা প্রয়োজন সেগুলি হল,
১) উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
২) একজন প্রার্থী নির্দিষ্ট যোগ্যতা থাকলে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন । তবে একাধিক পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আলাদা আলাদা আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে ।
৩) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
৪) সংশ্লিষ্ট পদ গুলিতে শূন্য পদের সংখ্যা ভবিষ্যতে বাড়ানো হতে পারে । তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ।
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NUHM) প্রকল্পের আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
প্রার্থী নির্বাচন-
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের নথিপত্র পর্যবেক্ষণের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমানপত্র,
জাতীগত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি ।
উল্লেখিত যাবতীয় পদে আবেদন জানানোর শেষ তারিখ – আগামী জুন’ মাসের ৮ তারিখ অর্থাৎ 08/06/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.wbhealth.gov.in) -এ
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Chief Medical Officer of Health, Hooghly, New
Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101.
সরকারি চাকরি অথবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #WB #HEALTH #RECRUITMENT #GOVT #JOB NEWS #NUHM #NATIONAL HEALTH MISSION