স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, BDO অফিসে ফর্ম করুন -WB Health Recruitment

 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ( WB Health Recruitment) ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে তাও আবার কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার মহকুমা অঞ্চলে বসবাসকারী যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং তাদের নিজের এলাকার স্বাস্থ্য কেন্দ্রে চাকরির পোস্টিং দেওয়া হবে। যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা বিস্তারিত জানতে নিচে অবধি পড়বেন। WB Health Workers Recruitment 


পদের নাম : স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সামাজিক স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ (10th Passed) থাকতে হবে। যদি কোনো প্রার্থীর উচ্চ যোগ্যতা থাকে তবুও আবেদন করতে পারবে। 

কীভাবে আবেদন করতে হবে : যে সকল চাকরি প্রার্থী সামাজিক স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা সংশ্লিষ্ট ব্লক অফিসে গিয়ে আবেদন পত্র নিতে পারবেন। আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলি লাগিয়ে খামে ভরে জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে : 

1. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি 

4. আধার বা ভোটার কার্ড 

5. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে) 

6. 5 টাকার ডাক টিকিট 

7. বিবাহ প্রমাণ পত্র 

8. সম্প্রতি ভোটার তালিকায় আপনার অংশ নম্বর, ক্রমিক নম্বর সমেত জেরক্স কপি। 

9. স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণ। 

10. অন্যান্য 

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ : এক্ষেত্রে অফলাইনে মাধ্যমে আবেদন জমা করতে পারবেন 01-08-2023 থেকে 31-08-2023 তারিখ পর্যন্ত আবেদন পত্র সরাসরি BDO অফিসে জমা করতে হবে। আবেদন পত্র সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 90 নম্বর ও ইন্টারভিউ এর জন্য 10 নম্বর, মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

অন্যান্য যোগ্যতা :

1. এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। 

2. একজন প্রার্থী কেবল একটা আবেদন কেবল একটি আবেদন করতে পারবেন। 

3. প্রার্থীকে অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে। 

4. বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য 8 বছরের নূন্যতম বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে 22 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে – 

Official Notice Download 

Official Website Link

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment