স্বাস্থ্য দপ্তরে ২১ ধরনের পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি -WB Health Recruitment 2023

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে  এবার আসুন এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: DHFWS/177/23   Dated – 06/02/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

১)পদের নাম- ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ”( Block  Public Health Manager)

শূন্য পদ- ১ টি

বয়স- 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 


২) পদের নাম- ‘মেডিসিন স্পেশালিষ্ট’ (Medicine  Specialist)

শূন্য পদ – ১ টি 

বেতন- ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর) 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে

৩) পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট’ ( Pediatic Specialist )

শুন্য পদ- ২ টি 

বেতন-  ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

৪) পদের নাম- ‘স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'(  Specialist  G AND O)

শুন্য পদ  ২ টি 

বেতন-   ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা –  আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

৫) পদের নাম- ‘অপথালমোলজিস্ট স্পেশালিস্ট’ ( Opthalmologist  Specialist)

শুন্য পদ-  ২ টি  

বেতন-   ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা – বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা-  এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।


৬) পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )

শুন্য পদ –  ৪ টি 

মাসিক বেতন- ২৫,০০০  টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।


৭) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)

শূন্য পদ- ১ টি 

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

মাসিক বেতন- ৬০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাতে হবে। 


৮) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (COMMUNITY HEALTH ASSISTANT)

শূন্য পদ- ৫ টি 

মাসিক বেতন- ১৩ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 


 ৯) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORETORY TECHNICIAN)

শূন্য পদ- ৫ টি  

বয়স- প্রার্থীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- ২২ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।

১০) পদের নাম- জিডিএমও (GDMO) 

শূন্য পদ- ৪ টি 

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

মাসিক বেতন- ৬০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাতে হবে।

১১) পদের নাম- সিনিওর ট্রিটমেন্ট সুপারভাইজর (SENIOR TREATMENT SUPERVISOR ) 

শূন্য পদ- ১ টি 

মাসিক বেতন- ২৫,০০০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। 

১২) পদের নাম – সিনিওর টুবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর (SENIOR TUBERCULOSIS LABRATORY SUPERVISOR ) 

শূন্য পদ- ১ টি 

মাসিক বেতন- ২৫,০০০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ডিএমএলটি অথবা বিএমএলটি বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। 

১৩) পদের নাম- টিবিএইচভি (TBHV) 

শূন্য পদ- ১ টি 

মাসিক বেতন- ১৮,০০০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। 

১৪) পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (MULTI REHABILITATION WORKER)

শূন্য পদ- ৩ টি 

মাসিক বেতন- ১৮,০০০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 

১৫) পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)

শুন্য পদের সংখ্যা- ২ টি

বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন-৩০,০০০  টাকা

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে। 

১৬) পদের নাম- সাইক্রিয়াটিক নার্স  ( PSYCHITRIC NURSE)

শূন্য পদ – ১ টি  

মাসিক বেতন- ২৮,০০০ টাকা

বয়স- বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। 

১৭) পদের নাম- ডেন্টাল হাইজেনিস্ট (DENTAL HYGENIST) 

শূন্য পদ – ১ টি  

মাসিক বেতন- ২২,০০০ টাকা

বয়স- বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা-  আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।  

১৮) পদের নাম – কাউন্সিলর (Counsellor )

শূন্য পদ – ১ টি

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক হতে হবে । পাশাপাশি বাংলা/ ইংরাজি/হিন্দি ভাষায় দক্ষ হতে হবে ।  পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। 

মাসিক বেতন – ২০,০০০ টাকা 

বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে  ৪০ বছরের  মধ্যে। 

 

১৯) পদের নাম- আয়ুশ এম ও (AYUSH MO)

শুন্য পদ  ১ টি 

বেতন-   ১,০০০ টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা –  আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

২০) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF) 

শুন্য পদ  ১ টি 

বেতন-   ৫০০  টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা –  আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

২১) পদের নাম – ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্ক (LAB TECH BLODD BANK) 

শূন্য পদ- ১ টি 

মাসিক বেতন- ১৩,০০০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ডিএমএলটি  বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। 

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা কড়া নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 

আবেদন ফী –

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা  আবেদন ফী জমা করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের নামে ।  

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in )  অথবা www.jalpaigurihealth.com/Recruitment)   -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে তা আপলোড করতে হবে । সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে ।   

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা www.jalpaigurihealth.com/Recruitment) -এ 

আবেদনের শেষ তারিখ 24/02/2023  

Official Notice : Download 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

Leave a Comment