স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার, কোথায়- কিভাবে দেখে নিন চটপট-WB Health Recruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে  এবার আসুন এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: 619  Dated – 09/02/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

১) পদের নাম- ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( Block Epidemiologist )

শূন্য পদ- ৮ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ 

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে৩৫,০০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীর M.SC সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি Ph.D/ M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রার্থী নির্বাচন- 

কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 

২)পদের নাম– ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ”( Block  Public Health Manager)

শূন্য পদ- ৮ টি

বয়স– 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

প্রার্থী নির্বাচন- 

কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 

৩) পদের নাম– “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORETORY TECHNICIAN)

শুন্য পদ– ১৬ টি  

বয়স– এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা– 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।

৪)পদের নাম– ব্লক ডাটা ম্যানেজার ”( Block  Data Manager)

শূন্য পদ– ৮ টি

বয়স– 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

প্রার্থী নির্বাচন– 

কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

 এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি যে কোনও শাখায় স্নাতক এবং কম্পিতার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৫)পদের নাম– “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)

শূন্য পদ– ৩ টি 

বয়স-

এক্ষেত্রে আবেদনকারী  প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন– এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০,০০০  টাকা বেতন দেওয়া হবে । 

প্রার্থী নির্বাচন – 

এই পদের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা– 

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি ধারী হতে হবে । 

৬)পদের নাম– ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (COMMUNITY HEALTH ASSISTANT)

শুন্য পদ– ৩ টি 

মাসিক বেতন-

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০  টাকা বেতন দেওয়া হবে । 

বয়স

এক্ষেত্রে আবেদনকারী  প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা– 

প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 

৭)পদের নাম – কাউন্সিলর (Counsellor )

শূন্য পদ – ১ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক হতে হবে । পাশাপাশি বাংলা/ ইংরাজি/হিন্দি ভাষায় দক্ষ হতে হবে ।  পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। 

মাসিক বেতন –

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৪০ এর মধ্যে। 

কাজের ধরণ- 

এন এম এইচ পি( NMHP)  অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে। 

৮) পদের নাম– ‘মেডিসিন স্পেশালিষ্ট’ (Medicine  Specialist)

শূন্য পদ – ১ টি 

বেতন– 

এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা বেতন দেওয়া হবে । ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর) 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা-

 এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে

৯) পদের নাম– পেডিয়াট্রিক স্পেশালিষ্ট’ ( Pediatic Specialist )

শুন্য পদ– ১ টি 

বেতন– 

এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ ৩ হাজার টাকা বেতন দেওয়া হবে ।  ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স-এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে ।  

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

১০) পদের নাম– ‘স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'(  Specialist  G AND O)

শুন্য পদ  ২ টি 

বেতন–   ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা –  আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা– এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে 

কাজের ধরণ– 

উল্লেখিত পদ গুলিতে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য (NHM)  মিশনের আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in) অথবা (www. bankura.nic.in) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে ।   তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে  এবং সই  করে  আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । পাসাপ্সহি সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় প্রমাণ পত্রের প্রত্যয়িত নকল পাঠাতে হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Chief Medical Officer of Health , Bankura, Tamlibandh, Patpur Road , P.O+ Dist – Bankura , Pin – 722101 . 

আবেদন ফী –

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা  আবেদন ফী জমা করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের নামে ।  

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা (www.bankura.nic.in) -এ 

আবেদনের শেষ তারিখ 24 /02/2023  

Official Notice : Download 

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH

Leave a Comment