স্বাস্থ্য বিভাগে প্রচুর গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Health Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্ব ভারতীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ।  এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন । 

সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , আবেদনকারীকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ।  এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য আপলোড করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে । আবেদনের জন্য ফলো করুন http://www.aiimsjodhpur.edu.in – এ 

এক্ষেত্রে একাধিক বিভাগে মোট ২৭৩ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । 

যেমন , 

ল্যাব টেকনিশিয়ান 

শূন্য পদ ১ টি


জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার 

শূন্য পদ – ৫ টি 


ফার্মা কেমিস্ট / কেমিক্যাল এক্সামিনার  

শূন্য পদ – ১ টি


ফার্মাসিস্ট  

শূন্য পদ – ২৭ টি


স্যানিটারি ইনস্পেক্টর

শূন্য পদ – ১৮ টি 


ডার্করুম অ্যাসিস্ট্যান্ট

শূন্য পদ ৫ টি


হল অ্যাটেন্ড্যান্ট

শূন্য পদ – ৮ টি


মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান

শূন্য পদ – ৩৮ টি


অ্যা সিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজর

শূন্য পদ – ৪ টি


সিকিউরিটি কাম ফায়ার জমাদার

শূন্য পদ – ১ টি


ল্যাব অ্যাটেন্ড্যান্ট

শূন্য পদ – ৪১ টি 


কোডিং ক্লার্ক 

শূন্য পদ – ১ টি 


জুনিয়র ওয়ার্ডেন

শূন্য পদ – ১০ টি 


মেকানিক এয়ার কন্ডিশন / রেফ্রিজারেশন 

শূন্য পদ – ৬ টি 


রুম আটেন্ড্যান্ট

শূন্য পদ – ১ টি 


হাসপাতাল আটেন্ড্যান্ট 

শূন্য পদ – ১০৬ টি 


স্টোর আটেন্ড্যান্ট 

শূন্য পদ – ৮ টি 

বয়স  সীমা

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর বয়সের ঊর্ধ্ব সীমা ৩০ বছর। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন –

এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীদের নির্দিষ্ট পদ অনুযায়ী মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক/ গ্র্যাজুয়েট সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।  

নিয়োগের  ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই অনলাইনে (CBT) লিখিত পরীক্ষা ডিতে হবে । এরপর প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে । লিখিত পরীক্ষা কবে – কখন অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে । 

আবেদন ফী – 

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের ৩০০০টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৪০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 

written by – Somnath Pal . 

Official Website : Click Here

Join Telegram Channel : Click Here

TAG – #AIIMS #MEDICAL JOB #CENTRAL GOVT #ALL INDIA MEDICAL INSTITUE #JOB NEWS

Leave a Comment