রাজ্যের স্বাস্থ্য সমিতিতে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক 35000 টাকা পর্যন্ত বেতনও দেওয়া হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী রাজ্য স্বাস্থ্য সমিতির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Health Samity Recruitment
নিয়োগের স্থান : রাজ্য স্বাস্থ্য দপ্তরের (WB Health Department) অধীনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতিতে সংশ্লিষ্ট পদ গুলি পূরণ করা হবে।
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
যে সমস্ত বেকার যুবক যুবতীরা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা যোগ্য হবে তারা সকলে অফলাইন মাধ্যম অবলম্বন করে আবেদন ফর্ম জমা করতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিশের সঙ্গে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। তার আগে শূন্যপদ ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেখে নিবেন।
আবেদন জমা করার ঠিকানা : যে সকল চাকরি প্রার্থী সঠিক ভাবে আবেদন পত্র পূরণ করবে তাদের অফলাইন মাধ্যমে আবেদন জমা করতে করতে হবে 18-08-2023 তারিখের পূর্বে। সরাসরি বা রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। ঠিকানা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন।
কী কী পদে নিয়োগ করা হবে :
1. ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার
2. ব্লক ডেটা ম্যানেজার
3. মেডিক্যাল অফিসার
বয়সসীমা : উপরোক্ত পদ নম্বর 1 ও 2 এর ক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পদ নম্বর 3 এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 67 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : ভিন্ন পদের জন্য মাসিক বেতন ভিন্ন ,ব্লক পাবলিক হেল্থ ম্যাজার পদের জন্য 35 হাজার, ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য 2 2হাজার এবং মেডিক্যাল অফিসার পদের জন্য দৈনিক 3 হাজার।
যোগ্যতা : পদ নম্বর 1 ও 2 এর ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে যথাক্রমে গ্রাজুয়েট পাশ ও ডিপ্লোমা এবং গ্রেজুয়েট পাশ ও কম্পিউটার নলেজ। মেডিক্যাল অফিসার পদের জন্য এমসিআই থেকে এমবিবিএস পাশ করতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
More News : Click Here
Join Telegram Channel : Click Here