প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে 10 হাজার সহকারী শিক্ষক নিয়োগ। Primary And Upper Primary Teachers Recruitment 2021 ।

 

একদিকে থমকে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও এসএসসির নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্যে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে প্রায় 10 হাজারের মতো সহকারী শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিরেক্টর অফ ইলিমেন্টরি এডুকেশন, আসাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকলে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট শূন্যপদ রয়েছে 9354 টি তার মধ্যে প্রাথমিকে রয়েছে 2212 টি শূন্যপদ এবং 7242 টি শূন্যপদে নিয়োগ করা হবে বিজ্ঞান শিক্ষক, সহকারী শিক্ষক, আসামী ভাষা শিক্ষক, মনিপুরী ভাষা শিক্ষক। সবমিলিয়ে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ করছে আসাম সরকার।।

আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে

1. যে প্রার্থীরা অসম টিচার্স ইলিজিব্লিটি টেস্ট পাশ করেছেন কিংবা টেট পরীক্ষার দিতে চলেছেন তারা আবেদন করতে পারবে।
2.প্রার্থীরা যে পদে আবেদন করবে তার সে ভাষা মাধ্যমিকে থাকতে হবে।

তবে সহকারী শিক্ষকের ক্ষেত্রে উপরের নিয়ম কার্যকর হবে না এবং শুধু বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে উপরের নিয়ম মানা হবে।

বয়স : 01/01/2021 অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ডিরেক্টর অফ ইলিমেন্টারি এডুকেশন, অসম এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অথবা rectteduassam.in এখানে ক্লিক করে অথবা নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে। আবেদন চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু যদিও এর শেষ তারিখ অনেক আগে শেষ হয়েছে কিন্তু তা বৃদ্ধি করে 31 ডিসেম্বর করা হয়েছে।

মাধ্যমিক পাশে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি 

আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇👇👇👇👇ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
আরও বিস্তারিত জানতে : ক্লিক করুন

আরও নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন 👉👉👉👉

মন্তব্য করুন