কলকাতা – দামি গাড়ি আর সুন্দর বাড়ি । আসলে মানুষের সখের অন্ত নেই । সাম্প্রতিক সময়ে মোটর (Motor Byke) বাইক পছন্দ করেন না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল । তবে শুধু সখের বশে নয়, অনেক মানুষই অবশ্য মোটর বাইক ব্যবহার করেন তার ব্যবসায়িক কাজে । কিন্তু জানেন কি আপনার সখের মোটর বাইক থেকেই আপনি পেতে পারেন সহজ ইনকামের রাস্তা । কিন্তু তার জন্য আপনাকে করতে হবে এই কাজ টি । তাই আজ আমরা সেই সকল মানুষের সামনে তুলে ধরবো আপনার প্রিয় মোটর বাইক থেকে আপনি কিভাবে ভালো উপার্জন করতে পারেন । এ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন টি খুঁটিয়ে পড়ে নিন একেবারে শেষ পর্যন্ত ।
গ্রামীণ এলাকা বা শহর কেন্দ্রিক বিশেষ করে কলকাতা মহানগরীর কথায় যদি ধরি তাহলে বর্তমান সময়ে এই শহরের বা দূরদূরান্ত থেকে কলকাতায় আসা মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসাবে বেশ কয়েক আগে থেকেই চালু হয়েছে ওলা কিংবা (OLA – UBER) উবের ট্যাক্সি পরিষেবা । কিন্তু অনেক মানুষই পর্যাপ্ত টাকার অভাবে প্রাইভেট ট্যাক্সি ভাড়ায় নিতে চান না । তার ওপর যদি সিঙ্গল ম্যান হন তাহলে খরচা নেহাত কম নয় । ঠিক এই কারনেই ওলা কিংবা উবেরের মতো চালু হয়েছে র্যাপিডো ক্যাপ্টেন (Rapido Captain ) । তাহলে আসুন বিষয়টি আরও স্পষ্ট করে জেনে নেওয়া যাক ।
Rapido Captain – বিষয় টি শুধুমাত্র মোটর বাইকের ক্ষেত্রে প্রযোজ্য । এর মাধ্যমে আপনি আপনার মোটর বাইকটি নিজেও ড্রাইভ করতে পারেন আবার সেটিকে ভাড়া দিয়ে প্রতিদিন – মাসে ভালো টাকা উপার্জন করতে পারেন । ধরা যাক কোনও ব্যক্তি Rapido Cpatain অ্যাপস থেকে ভাড়ায় মোটর বাইক নিতে চান সেক্ষেত্রে আপনি হতে পারেন সেই যাত্রীর Rapido ক্যাপটেন । এক্ষেত্রে ওই যাত্রীর সঙ্গে আপানার মোটর বাইক ভাড়া সম্পর্কিত যাবতীয় বিষয়ে যোগাযোগ করিয়ে দেবে Rapido অ্যাপ । মোটর বাইক টি ভাড়ায় খাটিয়ে আপনি প্রতিদিন গড়ে ১০০০ – ১২০০ টাকা ইনকাম করতে পারেন ।
তবে এর জন্য আপনাকে কয়েকটি কাজ সেরে নিতে হবে । যেমন ,
১) এক্ষেত্রে আপনার কাছে একটি স্মার্ট ফোন এবং তাতে ইন্তারনেট সংযোগ থাকতে হবে ।
২) প্রথমেই আপনি প্লে- স্টোর থেকে Rapido Captain অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করুন ।
৩) এরপর ধাপে ধাপে আপনার এবং আপনার মোটর বাইকের যাবতীয় ডিটেলস আপলোড করুন । পাশাপাশি আপনি নিজের এবং মোটর বাইকের ছবিও আপলোড করতে পারেন । তবে এক্ষেত্রে আপনার মোটর বাইকের বৈধ লাইসেন্স , সহ অন্যান্য কাগজ পত্র এবং আঁধার কার্ড ও প্যান কার্ড থাকা বাধ্যতা মুলক ।
৪) এক্ষেত্রে আপনাকে কোনও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন হতে হবে না , শুধুমাত্র মোটর বাইক ড্রাইভ জানলেই চলবে ।
তাহলে আর দেরি না করে এখনই হয়ে যান Rapido Captain । আর আপনার মোটর বাইকটি ব্যবহার করে প্রতিমাসে ইনকাম করুন ২৫ – ৩০ হাজার টাকা ।
এই ধরণের আকর্ষণীয় ইনকাম টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #SELF INCOME TIPS #NEW IDEA #INCOME TIPS #MAKING MONEY #RAPIDO #OLA #UBER #MOTOR BYKE