Bank JobJob NewsWest Bengal Job

মাসিক বেতন 41,690 টাকা, সরকারি ব্যাংকে 1673 জন কর্মী নিয়োগ -Bank Job Reqruitment 2022

চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার  কয়েক হাজার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট (STATE BANK) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায়। এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক  আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। ADVERTISEMENT NO: CRPD/ PO/2022-23/1

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে— 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে স্টেট ব্যাঙ্কের  ওয়েব সাইটে https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers  গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্র সাবমিট করতে হবে।  

এবার আসি শূন্যপদ সম্পর্কে—

পদের নাম- ‘পিও’ (PROBATIONARY OFFICERS)

শূন্য পদ- 1673 টি

বয়স- এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 30  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে  স্নাতক উত্তীর্ণ হতে হবে। । 

কাজের ধরণ—উল্লেখিত  পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের স্টেট ব্যাঙ্কের অধীনে সম্পূর্ণ সময়ের জন্য ব্যাঙ্কিং পরিসেবায় কাজ করতে হবে। 

মাসিক বেতন-  41,690 টাকা থেকে শুরু । 

নিয়োগ পদ্ধতি—

এক্ষেত্রে আবেদনপত্র গুলি প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময় ব্যাংকের ওয়েব সাইট এবং প্রার্থীর মেল আইডিতে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য।  সবশেষে আবেদনকারী প্রার্থীর জমা করা নথিপত্র ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে । তবে লিখিত পরীক্ষার ধাপ দুইটি (প্রিলিমিনারি এবং মেইন)

অনলাইনে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা  প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।

আবেদন ফী- এক্ষেত্রে সাধারণ এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা আবেদন ফী জমা করতে হবে

 WB RECRUITMENT 2022 : শিশু সুরক্ষায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই  

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ আগামী 12/10/2022 

written by- Somnath Pal. 


Official Notice : Download 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #BANK JOB #STATE BANK

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button