নিজস্ব প্রতিবেদন : সারা বিশ্ব করোনার কবজে হাবুডুবু খাচ্ছে। এই মরন ভাইরাস এর নেই কোনো প্রতিষেধক , নেই কোনো ভেকসিন , গোটা বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভেকসিন তৈরিতে উঠে পরে লেগেছে। বহু বিজ্ঞানী বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা মোকাবেলায় নতুন কিছু আবিষ্কার করা জন্য। ইতিমধ্যে বিশ্বের মরণ ভাইরাস তৈরির একমাত্র দাবিদার দেশ করোনা ভাইরাস মোকাবেলায় ভেকসিন তৈরিতে সফল হতে চলেছে।
ইতিমধ্যে চিনা দেশে প্রায় ১০ কোটি প্রতিষেধক তৈরির প্লান্ট তৈরী করেছে চীন। একবার প্রতিশেধক কার্যকরী ঘোষণা হলে প্রায় কোটি প্রতিষেধক বিশ্ব কে দিতে পারবে এই প্রতিষেধক প্লান্ট। চীনের বিরাট বড় এলাকা জুড়ে তৈরী এই প্লান্ট। এপ্রিল মাসে চীনের সিনভেক বিওটেক তাদের ট্রেইল চালিয়েছে , যদি সফল হয় তবে বহু প্রতিষেধক তৈরী করতে পারবে চীন সংস্থা। গোটা বিশ্বের জন্য সুখবর আসতে চলেছে চীনের হাত ধরে।