নিজস্ব প্রতিবেদন :সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও করোনার আতংকে হাবুডুবু খাচ্ছে। করোনা কে রুখতে চেষ্টাও চলছে অবিরাম। করোনা কে রুখতে জোর কদমে লেগে রয়েছে বিজ্ঞানীগন , একাধিক জায়গায় সাফল্য পেতে চলেছে নানা বিজ্ঞানী। যদিও করোনার প্রকোপ সারা বিশ্বে ব্যাপক রূপ ধারণ করেছে। এবার আরো একবার সাফল্য পেতে চলছে বিজ্ঞানী মহল। করোনা থেকে সেরে উঠতে এক রোগীর শরীরে খুঁজে পেয়েছে এক জোড়া আন্টিবডি। বিজ্ঞানীদের দাবি ,এই জোড়া আন্টিবডি করোনা রুগীকে সেরে উঠতে সাহায্য করতে পারে , এমন কি টিকা তৈরিতেও কাজে আস্তে পারে। যদি এর সাফল্য আসে তাহলে বহু মানুষ এর কাজে উপকৃত হবে।

করোনা রুখতে এই জোড়া আন্টিবডির প্রাথমিক ভাবে নাম রাখা হয়েছে বি ৩৮ ও এইচ ৮। সাইন্স জার্নালে প্রকাশিত হয়েছে তাদের আবিষ্কৃত তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন ,এই জোড়া আন্টিবডি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আন্টিবডির পরীক্ষা করে দেখেছেন বি ৩৮ আন্টিবডি করোনার জীবাণুকে দুর্বল করতে সক্ষম হচ্ছে . এই দুই আন্টিবডি ককটেল করোনা রোগীদের চিকিৎসায় সাফল্য আস্তে পারে।
0 Comments