f

১৮ বছর হলে, সেনাবাহিনীতে ৩ বছরের বাধ্যতামুলক চাকরি সুযোগ।


নিজস্ব প্রতিবেদন :   লক ডাউনের মধ্যেও ভারতীয় চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর শোনালো ভারতীয় সেনা বাহিনী দপ্তর৷। সেনাবাহিনী সুত্রে জানা গিয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক পাবে এই চাকরির সুযোগ। ভারতের টুউর অফ ডিইটির পরিকল্পনায় ভারতীয় সেনা বাহিনীতে কমপক্ষে ৩ বছর চাকরির সুযোগ দেওয়া হবে সমস্ত ভারতীয় নাগরিককে।। শুধু ভারতীয় যে কোনো নাগরিক পাবে এই চাকরির সুযোগ ।সব নাগরিকদের বাধ্যতামুলক ভাবে ৩ বছের চাকরি করতেই হবে ।         
বহু বছর আগেই ইজরায়েল এই ব্যবস্থা চালু করা হয়েছে।।  সেখানকার নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়স হলে যে কোনো নাগরীরকে ৩ বছরের বাধ্যতামুলক সেনাবাহিনীর কাজে যুক্ত থাকতে হবে । সেখান থেকে এই নিয়ম আনা হয়েছে বলে সুত্রের খবর৷।

কিছু দিন আগে বিভিন্ন স্কুল কলেজে সেনা কর্মকর্তা এই ঘোষণা করেছিল , তার ফলাফল হিসাবে ভারতীয় সেনা দপ্তর এর ঘোষণাও করল ।                                  তরুনদের উৎসাহ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে  জানান  সেনা দপ্তর ।   

Post a Comment

0 Comments