f

মাত্র ১৪১ টাকায় নতুন জিও ফোন ! কিভাবে পাবেন ?

 


অনলাইন ডেস্ক : জিও কোম্পানির JioPhone 2 আপনার জন্য় রয়েছে একটি সুবর্ণ সুযোগ। JioPhone 2 এখন আপনি মাত্র ১৪১ টাকায় কিনতে পারবেন। এই 4G ফোনের দাম ২,৯৯৯ টাকা, তবে এই নতুন অফারের আওতায় আপনি এটি মাত্র ১৪১ টাকার EMI তে ফোনটি কিনতে পারবেন। রিলায়েন্স জিও জন্মাষ্টমী উপলক্ষে এই নতুন দুর্দান্ত অফারটি লঞ্চ করেছে।

এই বিরাট সুযোগের বিস্তারিত তথ্য jio.com এ দেওয়া হয়েছে। গ্রাহকরা JioPhone 2 ইএমআইতে কিনতে পারবেন। আপনি ফোনটি নামমাত্র দামে ১৪১ টাকায় কিনতে পারবেন।

মোবাইলটি জিওফোনের মতন KaiOS অপারেটিং সিস্টেম যুক্ত আর এটি 512MB র‍্যাম আর 4GB রোম যুক্ত, আর এছাড়া এর স্টোরেজকে SD কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে যা 128GB পর্যন্ত করা যাবে। আর এই ফোনে রয়েছে 2,00mAh ব্যাটারি।


এই ফোনটিতে 2.4ইঞ্চির QVGA ডিসপ্লে আছে আর এটি 2MPর রিয়ার ক্যামেরা আর VGA ফ্রন্ট ক্যামেরা যুক্ত। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম, LTE, VoLTE আর VoWi-Fi দেওয়া হয়েছে। আর এই ফোনে FM রেডিও, ব্লুটুথ, GPS, Wi-Fi আর NFC সাপোর্ট আছে। আর এই ফোনে এবার ফেসবুক , ইউটিউব আর হোয়াটসঅ্যাপ করা যাবে।

Post a Comment

0 Comments