35000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ পেলো। আবেদন করলেও চাকরি।
করোনার আতঙ্কের মধ্যে মোদির বিরাট সিদ্ধান্ত। দেশে একদিকে করোনার জেরে তৈরী হয়েছে বিরাট অর্থ সংকট অন্যদিকে নিয়োগের পথে হাটতে চলেছে মোদী সরকার। দেশে একদিকে বেকারত্ব হাহাকার করছে তার মধ্যে এমন সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। দেশে ssc ,rrb নিয়ে নানা জটিলতার মধ্যে ৩৫ হাজারের বেশি শূন্যপদে রেলে নন টেকনিকাল পপুলার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যোগ্যতা : সরকার স্বীকৃত প্রতিষ্ঠান যে কোনো শাখায় স্নাতক পাস করলে আবেদন করা যাবে। এ ছাড়াও রাজ্যের ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।
বয়স : সাধারণত ১৮-৪০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। এছাড়াও সংরক্ষিতদের জন্য অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষার তারিখ : এই বছরের ডিসেম্বর মাসের ৫,১২,ও ১৩ তারিখে পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। এবং এই পরীক্ষায় পাস করার পর মেন্ পরীক্ষা ২০২১ সালের জানুয়ারী মাসে নেওয়া হবে।
এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
1 Comments
শুধু আবেদন নিবেদনে যেন থেমে না যায় , পরীক্ষা এবং নিয়োগ করা যেন সম্পূর্ণ হয়।
ReplyDelete