দীর্ঘ অপেক্ষার পর ঘোষিত হল প্রাইমারি টেট পরীক্ষার দিনক্ষণ ।
কলকাতা : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা মুখ খুললো সরকার পক্ষ । এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আবারও নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। গোটা রাজ্যে প্রায় ১৫ হাজার শূণ্যপদ রয়েছে। সেই পদ গুলিতে শিক্ষক নিয়োগের জন্যেই টেট পরীক্ষা নেওয়া হবে। এদিকে সূত্রের খবর ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যারা আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নেই। যারা ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত আবেদন করেননি তাঁদের আবেদন করতে হবে। তবে একসাথে পরীক্ষায় বসতে পারবেন সবাই।
অন্যদিকে নবান্ন সূত্রে খবর ২০২১ এপ্রিলের মধ্যেই হয়ে যাবে নিয়োগ। পরীক্ষা নেওয়া হতে পারে চলতি বছরের নভেম্বর মাসে।