f

নূন্যতম মাসিক বেতন ও কর্ম নিঃশ্চয়তার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ ভিআরপি দের।

নূন্যতম মাসিক বেতন ও কর্ম নিঃশ্চয়তার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ ভিআরপি দের। 

সরকারি চাকরি তবুও সংসার চালাতে নাজেহাল অবস্থা রাজ্যের একদল কর্মীর। এরা অন্য কেও না এরা হলো গ্রামীণ সম্পদ কর্মী ,ডেঙ্গু থেকে করোনা মোকাবেলায় দিনরাত এক করে কাজ করছে তারা অথচ পারিশ্রমিক এতই যে সংসার চালানো যাচ্ছে না তাই এমন অবস্থায় শাকিরা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের তফরে সমস্ত ভি আর পি দেড় নিয়ে শুরু করলো জেলায় জেলায় বিরাট বিক্ষোভ।  তাদের দাবি কমপক্ষে মাসে নূন্যতম বেতন ১৫ হাজার করতে হবে এবং তাদের কর্ম নিঃশ্চয়তা প্রদান করতে হবে। 
যদিও গত লোকসভা ভোটার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী জানিয়ে ছিলেন ,রাজ্যের সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীদের একটা সিস্টেম মধ্যে নিয়ে আসবে এবং তাদের জন্য জন্য নূন্যতম মাসিক বেতনের ব্যবস্থা করতে হবে। কিন্তু বছর শেষ হলেও রাজ্যের মুখমান্তু তার সেই প্রতিশ্রুতি পূরণ করলো না ,এমনকি গত কয়েকদিন আগে রাজ্যের বেশ কিছু কর্মীর বেতন বৃদ্ধি করলেও গ্রামীণ সোম্পদ কর্মীর ব্যাপারে কোনো ঘোষণা করেনি কাজেই তাদের ক্ষোভ আরো বেড়ে দাঁড়ায়।  তাই নুন্নতম মাসিক বেতন ও কর্ম নিঃশ্চয়তার দাবিতে তাদের সংগঠনের ডাকে প্ৰত্যেক জেলায় বিক্ষোভ শুরু করেছে। 

Post a Comment

0 Comments