পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি , শেষ তারিখ ৩০/১১/২০২০।
করোনার অবহের মধ্যে ফের নিয়োগের পথে হাটল পশ্চিমবঙ্গ । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংক লিমিটেড এ ৪৯ শূন্যপদে আবেদনের জন্য অনুরোধ করা হয়েছে । পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই শূন্যপদে আবেদন করা যাবে । একজন প্রার্থী কেবল একটি শূন্যপদে আবেদন করতে পারবে । মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন যে কোনো যোগগতাই আবেদন করা যাবে ।
যোগ্যতা ,শূন্যপদ,বেতন ও আরও অন্যান্য বিস্তারিত ছবি সহকারে দেওয়া হলো
বয়স : এই শূন্যপদে অবদানের নূন্যতম বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর এছাড়াও বিভিন্ন সংরক্ষিত ক্যাটেগরির জন্য সরকারি ভাবে যে বয়সের ছাড় দেওয়া থাকে ঠিক সেইভাবে ছাড় দেওয়া থাকবে।
আবেদন ফী : সাধারণ ,ওবিসি ,পিডব্লিউডি ক্যাটেগরির জন্য মোট আবেদন ফী হিসাবে ৬৫০ টাকা দেওয়া হবে এবং অন্যান্য সংরক্ষিত ক্যাটেগরির জন্য মোট আবেদন ফী হিসাবে ২৫০ টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : এই শুন্যপদগুলির যাবে আবেদন চলবে আগামী ৩০/১১/২০২০ পর্যন্ত।
এই শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েব সাইট দেখেনিন http://www.webcsc.org/
0 Comments