f

মামীর গর্ভে ভাগ্নের সন্তান ,পরেরটা জানলে অবাক হবেন !

মামীর গর্ভে ভাগ্নের সন্তান ,পরেরটা জানলে অবাক হবেন !



 ফের নৃশংস ঘটনা সামনে এল । প্রতিবেশী দেশ বাংলাদেশের নোয়াখালীতে মামীর গর্ভে ভাগ্নের সন্তান । শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনা আসবে ত অনুমানের বাহিরে । গত মাসে সেই সন্তানের জন্ম দেয় সেই মামি । গত মঙ্গলবার মামি থানায় গিয়ে এমনটাই জানান । এদিন তিনি আরও জানান , তার সেই সন্তানের বাবা নাকি তার নিজের ভাগ্নে । 


অভিযুক্তের নাম নাঈমুল আলম , যার বয়স মাত্র ১৬ বছর । সেই ছেলে নবম শ্রেণীর ছাত্র । গত মঙ্গলবার সেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে । ঘটনা সুত্রে জন যায় , সেই অভিযুক্তের বাড়ির পাশে ৪ থ তলায় বেড়াতে আসে তার মামি আর সেখানে একা পেয়ে ধরণ করে সেই ভাগ্নে । এবং এরপর গর্ভে সন্তান ধারণ করে সেই মহিলা । এরপর ঘটনা সেই এলাকায় ছড়িয়ে পরে এবং তারপর পুলিশ গোটা ঘটনা খতয়ে দেখে । 

Post a Comment

0 Comments