f

ভোটের আগে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী বেতন কাঠামোয় বিরাট পরিবর্তন । নোটিশ জারি করলো নবান্ন ।

ভোটের আগে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী বেতন কাঠামোয় বিরাট পরিবর্তন । নোটিশ জারি করলো নবান্ন           
চলছে ভোটের মরসুম আর এর মধ্যে একের পর এক সুখবর শোনাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ অপেক্ষার পর অবেশেষ চাকরির সুনিশ্চিতকরন ও বেতন কমানো নিয়ে বিরাট সুখবর শোনালো পশ্চিমবঙ্গ সরকার । এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যর অস্থায়ী ও চুক্তিভিত্তিক হিসাবে যারা কাজ করছিল তাদের বেতন এবার সরাসরি নবান্ন অর্থদপ্তর থেকে দেওয়া হবে । যদিও এর আগে নিজ নিজ কর্মক্ষেত্র বা নিজের প্রতিষ্ঠান থেকে তাদের মজুরি দেওয়া হত তবে এবারে সেই নিয়মে বড়সড় পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গ সরকার  তবে এখনো পর্যন্ত পরিস্কার করে জানানো হয়নি আসলে কোন ধরনের কর্মীর বেতন বৃদ্ধি করতে চলেছে। তবে সুত্রের মারফত জানা গিয়েছে,  নিজস্ব কার্য ক্ষেত্রের অফিসে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হবে ।                                                         

Post a Comment

0 Comments