f

কোকেন কান্ডে নয়া মোড়, অডিও ক্লিপ থেকে বহু প্রভাবশালী নেতার নাম।

 কোকেন কান্ডে নয়া মোর, তদন্তকারীদের হাতে মিলল একটি বিস্ফোরক অডিও ক্লিপ । এবার কোপেন কান্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । তথ্য যাচাইয়ের পর উঠে এল প্রচুর প্রভাবশালী নেতার নাম ।         আর এদিকে কলকাতা পুলিশ রাকেশ ও পামেলা কে মুখোমুখি জেরা করে পুলিশ । তাদের মুখোমুখি জেরা প্রায় একঘন্টা চললেও এখনো পর্যন্ত স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি ।          এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, পামেলা গোস্বামীকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ । সেখান থেকে মিলে অডিও ক্লিপ ও গুরুত্বপূর্ণ মেসেজ যা বহু প্রভাবশালী নেতার নামের ইঙ্গিত করে ।  আর এদিকে এখনো পর্যন্ত স্পষ্ট না যে রাকেশ সিং পামেলাকে কোকেন সরবরাহ করতো।  আর যদি করতো তাহলে কোথায় পেত?  আরও নানা প্রশ্নের উত্তর এখনো অজানা ।                        


Post a Comment

0 Comments