f

সায়ন্তনীর অন্তর্বাসের সাইজ কত ? নিজেই উত্তর করলেন অভিনেত্রী।

 সায়ন্তনীর অন্তর্বাসের সাইজ কত ? এই প্রশ্ন নিয়ে শোরগোল সমস্ত সোশ্যাল মিডিয়া। বর্তমানে সব সেলিব্রেটি এখন খোলা মেলা সাপ্টা জবাব দিচ্ছে। তারা সুযোগ পেলে সোশ্যাল মিডিয়া এর নানা মাধ্যমে নানা আপলোড করে থাকে। আর বর্তমানে জনপ্রিয়তা বাড়াতে নতুন অঙ্গ হলো ইনস্টাগ্রাম যার মাধ্যমে তারা সহজে নিজেকে ফেমাস করে তুলে। আর সেই ইনস্টাগ্রাম এ গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী সায়ন্তনী। এক নেটিজেন এর প্রশ্নে রেগে গেলেন তিনি।
এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে আর আমরা জানি যেখানে যে কেউ সায়ন্তনীকে প্রশ্ন করতে পারেন৷ সেই পোস্টেই এক নেটিজেন সায়ন্তনীকে সোজা প্রশ্ন করেন, ‘আপনার ব্রায়ের সাইজ কত?’


প্রশ্ন দেখেই সায়ন্তনী রীতিমতো ক্ষেপে যান৷ তিনি স্পষ্ট নেটিজেনকে জানান, ‘আগে আমাকে আপনি বলুন, আপনার বুদ্ধির মাপ কত? আমার তো মনে হয় শূন্য !’ সায়ন্তনীর এই পোস্টই এখন দারুণ ভাইরাল সোশাল মিডিয়ায়৷


২০০৬ সালে কেরিয়ার শুরু করেন সায়ন্তনী৷ টিভির পর্দা থেকেই তাঁর কেরিয়ার শুরু৷ ‘কুমকুম এক প্যারা সা বন্ধন’-এ নজর কাড়েন সায়ন্তনী৷ এরপর নাগিন, বনু ম্যায় তেরি দুলহন, মহাভারত ধারাবাহিকে দেখা যায় তাঁকে৷ অজয় দেবগণের হিম্মতওয়ালা ছবিতেও দেখা গিয়েছিল সায়ন্তনীকে৷

Post a Comment

0 Comments