f

বৈশাখে ভাগ্য পরীক্ষা করুন এই নম্বর নিয়ে ,সফলতা অনেকটাই হাতের মুঠোয়।

 বর্তমানে কমবেশি সকলে লটারী কাটে। কিন্তু টাকা কয়জন পাই ? যদিও এটা ভাগ্যের ব্যাপার ,তাও এতে রয়েছে কিছু টিপস যা অবলম্বন করলে আপনি পেতে পারেন এই পুরস্কার। যদি আপনি সহজেই লটারী জিততে চান তাহলে আপনি নিচের নিচের নম্বর গুলির উপর জোর দিন। আপনি যখন নম্বর বাছবেন তাতে যেন বিজোড় সংখ‍্যা থাকে যেমন ৭,৯ ।


আর টিকিটের নম্বর কম দিয়ে শুরু করলেই ভালো যেমন ১। বিশেষজ্ঞরা বলছে ৬০% সফল টিকিটে ১ নম্বরটি থাকে।


অন্যদিকে পরপর নম্বর রাখুন তাহলে জেতার সম্ভবনা বেড়ে যেতে পারে যেমন ৫-৬,৭-৮ ।


আর ৮ নম্বরের কাছাকাছি নম্বর যুক্ত টিকিট বাছুন যেমন ৭ বা ৯। এতে জেতার সম্ভাবনা বেড়ে যায়।

এটা পুরোপুরি সঠিক না হলেও এই নম্বর গুলির অনেক সফলতা আছে তাই বিশেষজ্ঞ দ্বারা আমরা এই টিপস পেয়েছি আপনার অভিরুচি অনুযায়ী নিতে পারেন। 

Post a Comment

0 Comments