f

২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় , ভিজবে কয়েক জেলা।

 প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা বাংলাবাসীর ,এমন অবস্থায় সস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর।  চলতি সপ্তাহে লাগাতার ৩ দিন ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি।  গত কয়েকদিন আগেও রাজ্যের কয়েক জেলা ভিজলেও এবার ফের কালবৈশাখী ঝরে ভিজতে চলেছে কলকাতা বাসি। 
 আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , আগামী ৮,৯ ও ১০ তারিখ পর্যন্ত প্রবল ঝির বৃষ্টি চলবে কলকাতা সহ  আরো কয়েক জেলায়। , কলকাতার পাশাপাশি ভিজবে হাওড়া ,হুগলী সঙ্গে ভিজবে দুই ২৪ পরগনা।  কয়েক ঘন্টার মধ্যে এই ঝড় আস্তে চলেছে কলকাতার বুকে। -------------------------------আরো খবর পড়ুন ----------------------------------


করোনার আতঙ্কের মধ্যে দেশে বাক বিরাট সংখক কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তির প্রকাশ।  বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে গোটা দেশের মোট ১৭ রাজ্যে বিরাট সংখক শিক্ষক নিয়োগ করা হবে। দেশে ১৭ রাজ্যে এই শিক্ষক নিয়োগ করা হবে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গুলিতে।  বিজ্ঞাপ্তিতে  হয়েছে মোট শূন্যপদ ৩৪৭৯ টি।  


বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে বেশ কয়েক ধরণের শূন্যপদ রয়েছে এই এই শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে।  জানানো হয়েছে মোট ৩৪৭৯ শূন্যপদ কয়েক ভাবে নিয়োগ করা হবে , যেমন -


১. প্রিন্সিপাল

২. ভাইস প্রিন্সিপাল 

৩. পোস্ট গ্রাজুয়েট

৪.ট্রেনড টিচার 


উপরোক্ত এই শূন্যপদে মোট ৩৪৭৯ শূন্যপদ পূরণ করা হবে। 

আবেদন পদ্ধতি : এই ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হৰে। আবেদন করতে বৈধ ইমেইল এইড ও মোবাইল নম্বর থাকতে হবে।  


আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। 

Post a Comment

0 Comments