জেলায় 227 Group C ও D সহ আরো বহু শূন্যপদে কর্মী নিয়োগ
রাজ্যের ফের এক নতুন জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে ,Group C ও D সহ আরো বহু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়েছে মোট 227 শূন্যপদ রয়েছে যেখানে গ্রুপ সি ও ডি সহ আরো বহু স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে এছাড়াও পুরুষ ও মহিলা যে কেও এই পদে আবেদন করতে পারবে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবদি অবশ্যই পড়বেন। নিচে সমস্ত শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো -
যে যে শূন্যপদে নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হলো -
- ফুলটাইম মেডিকেল অফিসার: 21 জন
- ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১৬
- স্টাফ নার্স: 173
- ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১ জন
- মেডিকেল অফিসারঃ ১ জন
- কাউন্সেলর: 1
- স্টাফ নার্স: 2
- নিম্ন বিভাগ ক্লার্ক: 1
- গ্রুপ ডি: 1
- মেডিকেল অফিসার: ২ জন
- কাউন্সেলর: 1
- ল্যাবরেটরি টেকনিশিয়ান: 5
- সিনিয়র মেডিকেল অফিসার ডিআর-টিবি সেন্টার: 01
- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (STS): 02
- সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইজার (STLS): 02
- আরএনটিসিপি ল্যাবরেটরি টেকনিশিয়ান/ স্পুটাম মাইক্রোস্কোপিস্ট: ০২
- যক্ষ্মা স্বাস্থ্য পরিদর্শক (TBHV): 01
যোগ্যতা : বিভিন্ন পদের জন্য যোগ্যতা ভিন্ন হতে হবে। তবে অষ্টম থেকে উচ্চ যোগ্যতা।এছাড়াও কিছু পদের জন্য ডিপ্লোমা বা ডিগ্র্রী পাস করতে হবে। আমরা নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংক দিয়ে দেব সেখান থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধে।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন। https://north24parganashealth.org অফলাইনে কোনো পড়ার আবেদন জমা নেওয়া হবে। প্রার্থীরা কেবল অনলাইন আবেদন করতে পারবে।
চাকরির খবর : মাধ্যমিক পাশে 26 টি BDO অফিসে গ্রামে গ্রামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job 2022।
আবেদনের তারিখ সমূহ : আবেদন শুরু হয়েছে 13.01.2022 থেকে এবং আবেদন করতে পারবে 21.01.2022 পর্যন্ত।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংক এ ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আরো বিস্তারিত জানতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে পারেন। https://north24parganashealth.org
OFFICIAL NOTIFICATION : CLICK HERE
ONLINE APPLICATION : CLICK HERE